ভৌগোলিক অভিযানে পোর্তুগালের সাফল্যের কারণগুলি লেখো

ভৌগোলিক অভিযানে পোর্তুগালের সাফল্যের কারণগুলি লেখো

ভৌগোলিক অভিযানে পোর্তুগালের সাফল্যের কারণগুলি লেখো
ভৌগোলিক অভিযানে পোর্তুগালের সাফল্যের কারণগুলি লেখো

ভূমিকা

পঞ্চদশ শতক ও তার পরবর্তী সময়ে ইউরোপের যে দেশগুলি সমুদ্র অভিযানে অংশ নিয়েছিল তার মধ্যে অন্যতম পোর্তুগাল। যেসব কারণে পোর্তুগাল ভৌগোলিক অভিযানে সফল হয়েছিল সেগুলি হল-

(1) রাজনৈতিক স্থিতিশীলতা: পঞ্চদশ শতক ও তার পরবর্তী সময়ে পোর্তুগালের রাজনৈতিক স্থিতিশীল অবস্থা ভৌগোলিক অভিযানে মনোযোগ দিতে ও পৃষ্ঠপোষকতা করতে সাহায্য করেছিল।

(2) নৌপ্রযুক্তিতে দক্ষতা: আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত পোর্তুগাল নৌপ্রযুক্তিতে অত্যন্ত দক্ষ হওয়ায়, অজানা সমুদ্র অভিযানে ভীত হয়নি।

(3) অপ্রতিদ্বন্দ্বী পরিস্থিতি: অন্যান্য ইউরোপীয় দেশ পশ্চিম দিকে অগ্রসর হতে আগ্রহী ছিল যেখানে পোর্তুগাল মূলত পূর্ব দিকে সামুদ্রিক অভিযানে নামায় তাদের সামনে বিশেষ কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

(4) ইসলামের প্রসার রোধ করা: পোর্তুগিজদের বিশেষ করে রাজকুমার হেনরির আফ্রিকায় আধিপত্য প্রসারের চেষ্টার পিছনে মূল লক্ষ্য ছিল সেখানে ইসলামের প্রসার রোধ করা।

মূল্যায়ন

নতুন জায়গার সোনা-রুপো ও অন্যান্য সম্পদ আহরণ করে নিজেদের দেশের অর্থনৈতিক উন্নতি ঘটানোও ভৌগোলিক অভিযানের পিছনে কারণ হিসেবে কাজ করেছিল।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment