![]() |
মানচিত্রে স্কেলের ব্যবহারগুলি কী কী? |
মানচিত্রে স্কেলের কতকগুলি গুরুত্বপূর্ণ ব্যবহার দেখা যায়, যেমন–
• কোনো মানচিত্রে ব্যবহৃত স্কেলের দ্বারা ভূমিভাগের দূরত্বের সঠিক পরিমাপ পাওয়া সম্ভব হয়।
• সমগ্র মানচিত্রের আয়তন নির্ণয়ে মানচিত্র স্কেলের সাহায্য নেওয়া হয়।
• মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন নদ-নদী, সড়কপথ, রেলপথ প্রভৃতির দৈর্ঘ্য মানচিত্র স্কেলের মাধ্যমে পাওয়া যায়।
• কোনো স্থানের মানচিত্রকে প্রয়োজন অনুসারে আয়তনে ছোটো বা বড়ো করার কাজে মানচিত্র স্কেলের প্রয়োজন হয়।
• ভূপৃষ্ঠের কোনো স্থানের জরিপ (Survey) কার্যে মানচিত্র স্কেলের সাহায্য নেওয়া হয়।