মানচিত্রে স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো

মানচিত্রে স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো
মানচিত্রে স্কেলের ব্যবহার ও গুরুত্ব লেখো।
স্কেলের ব্যবহার ও গুরুত্ব অপরিসীম। যেমন–

  • পৃথিবী ও তার যে-কোনো অংশের মানচিত্র আঁকতে স্কেল অপরিহার্য; 
  • মানচিত্রের আয়তন বা ক্ষেত্রমান পরিমাপ করতে স্কেল ব্যবহৃত হয়; 
  • মানচিত্রের ওপর বিভিন্ন স্থানগুলির পারস্পরিক দূরত্ব নির্ণয় করে ভূপৃষ্ঠে ওই স্থানগুলির মধ্যেকার প্রকৃত দূরত্ব জানতে স্কেলের ব্যবহার অপরিহার্য; 
  • মানচিত্রে রেলপথ, সড়কপথ, নদী প্রভৃতির দৈর্ঘ্য নির্ণয়ে স্কেল গুরুত্বপূর্ণ; 
  • সুবিধা মতো মানচিত্রের আয়তন ছোটো বড়ো করার কাজে স্কেলের ব্যবহার অতি আবশ্যক; 
  • জরিপ কাজের সময় স্কেল ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ; 
  • বিভিন্ন ভৌগোলিক তথ্যকে মাপচিত্রের (কার্টোগ্রাম) মাধ্যমে উপস্থাপন করতে স্কেল অপরিহার্য; 
  • বাড়ি, অফিস, শপিং মল, আবাসন প্রভৃতির নকশা বা ব্লু প্রিন্ট তৈরি করতে স্কেল অতি গুরুত্বপূর্ণ।

Leave a Comment