মানুষের জীবনে ঋতুপরিবর্তনের প্রভাব লেখো

মানুষের জীবনে ঋতুপরিবর্তনের প্রভাব লেখো
মানুষের জীবনে ঋতুপরিবর্তনের প্রভাব লেখো।
ঋতুপরিবর্তন পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত এই চার ঋতুর পর্যায়ক্রমিক পরিবর্তন মানুষের জীবনকে নানাভাবে প্রভাবিত করে। যেমন–

জীবিকার ওপর প্রভাব

মানুষের বিভিন্ন ধরনের জীবিকার ওপর ঋতুর পরিবর্তনের প্রভাব অপরিসীম।

(a) কৃষিকাজ:
পশ্চিমবঙ্গের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। ঋতুপরিবর্তনের ওপর নির্ভর করে মানুষ বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে। যেমন ধান, পাট, তুলো, আখ, মিলেট প্রভৃতি খারিফ শস্য বর্ষায় বৃষ্টির জলের ওপর নির্ভর করে চাষ করা হয়। গম, যব, আলু, সরষে প্রভৃতি রবিশস্য শীতকালে জলসেচের ওপর নির্ভর করে চাষ করে ও গ্রীষ্মের পূর্বে কাটে এবং আউশ ধান, তরমুজ, শশা, ফুটি প্রভৃতি গ্রীষ্মকালে চাষ করে ও বর্ষার আগে তোলে।

(b) পশুপালন: পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে বর্ষাকালে বৃষ্টিপাত কম হওয়ায় এবং এখানকার মাটি অনুর্বর হওয়ায় মানুষ কৃষিকাজ ছাড়া পশুপালনও করে থাকে।

(c) মৎস্য সংগ্রহ: বর্ষাকালে খাল, বিল, নদী, নালা জলে ভরে ওঠায় মৎস্য চাষে ও সংগ্রহে সুবিধা হয়।

পোশাক

মানুষের পোশাক-পরিচ্ছদ ঋতুপরিবর্তন দ্বারা নিয়ন্ত্রিত হয়। গ্রীষ্মকালে মানুষ গরমের হাত থেকে বাঁচতে হালকা পোশাক ব্যবহার করে। বর্ষায় বৃষ্টির হাত থেকে বাঁচতে ছাতা, রেনকোট ব্যবহার করে। আর শীতকালে গরম পোশাক পরিধান করে।

শিল্পের বিকাশ

পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে বর্ষাকালে ঘটা প্রচুর বৃষ্টিপাত চা উৎপাদনে সহায়তা করে, ফলে এখানে চা শিল্পের বিকাশ ঘটেছে। তরাই অঞ্চলে অত্যধিক বৃষ্টিপাতের কারণে যে ঘন অরণ্য সৃষ্টি হয়েছে তা কাষ্ঠ শিল্পের উন্নতি ঘটিয়েছে। সমভূমি অঞ্চলে বর্ষাকালে প্রচুর পাটের চাষ পাটশিল্পের বিকাশ ঘটিয়েছে।

উৎসব অনুষ্ঠান

উৎসবপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঋতুপরিবর্তনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। গ্রীষ্মকালে দোলযাত্রা, নববর্ষ; বর্ষাকালে জন্মাষ্টমী, রথযাত্রা, রাখিবন্ধন; শরৎকালে দুর্গাপূজা, কালীপূজা, ভাইফোঁটা; শীতকালে বড়োদিন, সরস্বতীপূজা প্রভৃতি উৎসব বাঙালির জীবনযাত্রাকে আনন্দমুখর করে রেখেছে।

প্রাকৃতিক দুর্যোগ

সবশেষে বলা যায়, ঋতুপরিবর্তনের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আবির্ভাব ঘটে। যেমন গ্রীষ্মকালে কালবৈশাখী, লু-প্রবাহ, বর্ষাকালে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা, শরৎকালে আশ্বিনের ঝড় এবং শীতকালে পশ্চিমি ঝঞ্ঝা মানুষের জীবনকে অতিষ্ঠ করে তোলে।

Leave a Comment