মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল

মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল
মার্কিন যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেছিল

ভূমিকা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত অর্থনৈতিক ও বাণিজ্যিক কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান না করে নিরপেক্ষতার নীতি গ্রহণ করে। কিন্তু এই নিরপেক্ষতা খুব বেশিদিন বজায় রাখা সম্ভব হয়নি, কারণ খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদানের কারণ

মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় সেগুলি হল-

মার্কিন-জাপান সম্পর্কের অবনতি: মার্কিন যুক্তরাষ্ট্র মিত্রপক্ষকে অস্ত্র সাহায্য করতে থাকলে জার্মানি, জাপান ও অক্ষশক্তিভুক্ত দেশগুলির সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটে।

জাপান কর্তৃক ত্রিপাক্ষিক জোট গঠন প্রচেষ্টা: এশীয় দেশ জাপান কর্তৃক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও দূরপ্রাচ্যে প্রাধান্য বিস্তারের প্রচেষ্টাকে মার্কিন যুক্তরাষ্ট্র সুনজরে দেখেনি। ১৯৪১ খ্রিস্টাব্দে জার্মানি, ইটালি ও জাপানের মধ্যে একটি ‘ত্রি-শক্তি চুক্তি’ (Tripartite pact) স্বাক্ষরিত হয় এবং এই চুক্তির লক্ষ্য ছিল আমেরিকা। এই চুক্তি প্রসঙ্গে প্রেসিডেন্ট রুজভেল্ট মন্তব্য করেন, ” এ ধরনের বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন-এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে হতে হয়নি” (“the USA has never before faced such a dangerous situation”)।

জাপান কর্তৃক মার্কিন প্রস্তাব খারিজ : জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো (Tojo) মার্কিন যুক্তরাষ্ট্রকে এক সন্ধির প্রস্তাব দেন। তার উত্তরে মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাব দেয় যে, ক সুদূর-প্রাচ্যে যেসব দেশের স্বার্থ আছে সেসব দেশের সঙ্গে অনাক্রমণ-চুক্তি করতে হবে এবং খ চিন ও ইন্দোচিন থেকে জাপানি সেনা প্রত্যাহার করে নিতে হবে। জাপান এই প্রস্তাব খারিজ করলে আমেরিকার সঙ্গে জাপানের যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে ওঠে।

প্রত্যক্ষ কারণ: জাপানি বিমান বাহিনী হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন নৌ-ঘাঁটি পার্ল হারবার (Pearl Harbour)- এর ওপর আক্রমণ চালায় এবং বেশ কিছু মার্কিন জাহাজ ধ্বংস করে (১৯৪১ খ্রিস্টাব্দে ৭ ডিসেম্বর)। সেই সঙ্গে জাপান আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রও জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ৮ ডিসেম্বর। এইভাবেই মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।

উপসংহার

এইভাবে জার্মানির পোল্যান্ড আক্রমণের সূত্র ধরে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়, জাপান কর্তৃক পার্ল হারবার আক্রমণের ফলে তা দূর-প্রাচ্যে প্রসারিত হয় এবং যুদ্ধের গতি বিশ্বযুদ্ধে রূপান্তরিত হয়।

Leave a Comment