![]() |
মার্কেন্টাইলবাদ বলতে কী বোঝো? বাণিজ্যিক মূলধন কীভাবে শিল্প ও পুঁজিবাদী মূলধনে রূপান্তরিত হয়? |
মার্কেন্টাইলবাদ
পুঁজির বিভিন্ন স্তর ও বাণিজ্যিক পুঁজি থেকে শিল্প পুঁজিতে উত্তরণ
বাণিজ্যিক পুঁজি (Mercantile Capital): ভৌগোলিক আবিষ্কারের পর থেকে উপনিবেশ প্রতিষ্ঠার আগে এবং পরে ব্যাবসাবাণিজ্য ছিল মুনাফা লাভের প্রধান মাধ্যম। এই সময়ে ইউরোপীয় বিভিন্ন বণিক প্রতিষ্ঠানগুলি নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে বৈদেশিক বাণিজ্যের একচেটিয়া অধিকার লাভ করেছিল। এই বণিক কোম্পানিগুলি বিভিন্ন দেশের পণ্যের চাহিদা অনুযায়ী আমদানি-রফতানি বাণিজ্য পরিচালনা করত।
এই পর্যায়ে উপনিবেশগুলির বৈদেশিক বাণিজ্যে ঔপনিবেশিক শক্তির একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন উপনিবেশে কৃষির বাণিজ্যিকীকরণ ঘটে। অর্থাৎ তুলো, পাট, নীল, আফিম, চা, কফি প্রভৃতি বাণিজ্যিক ফসলের চাষ এবং মজুরিভিত্তিক শ্রমব্যবস্থা চালু হয়। বাণিজ্যিক মুনাফার মাধ্যমে বিপুল পুঁজির ভাণ্ডার গড়ে ওঠে।
শিল্প পুঁজি (Industrial Capital) : শিল্পবিপ্লবের ফলে বাণিজ্য পুঁজি শিল্প পুঁজিতে পরিণত হয়। ড. কানিংহাম-এর মতে, হঠাৎ করে নতুন যন্ত্রপাতি আবিষ্কারের যে প্রবণতা দেখা দেয় তার পিছনে সৃজনী প্রতিভা যেমন ছিল, তেমনি পুঁজিরও প্রভাব ছিল। উৎপাদনের নতুন কলাকৌশল, শ্রমিক শোষণ, প্রচুর উৎপাদন, বিশ্বব্যাপী বাজার শিল্পমালিকদের হাতে প্রচুর মুনাফা এনে দেয়।
শিল্প পুঁজির যুগে উপনিবেশগুলির বৈদেশিক বাণিজ্যে কাঠামোগত পরিবর্তন ঘটে। উপনিবেশগুলির রফতানিকৃত পণ্যের মধ্যে শিল্পের উপযোগী কাঁচামাল এবং আমদানিকৃত পণ্যের মধ্যে শিল্পপণ্যের পরিমাণ বেশি থাকে। এই পণ্যদ্রব্য বেশি দামে বিক্রি করে চড়া মুনাফা লাভ করে। এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে বিনিয়োগের চেয়ে মুনাফার পরিমাণ বেশি হতে দেখা যায়।
মহাজনি পুঁজি (Finance Capital): হবসন, হিলফারডিং, লেনিন প্রমুখ পুঁজিবাদের এই পর্যায়কে সর্বোচ্চ স্তর বলেছেন। এই পর্যায়ে পুঁজির কেন্দ্রীভবন ঘটে। বড়ো বড়ো শিল্প, আর্থিক সংস্থা, ট্রাস্ট, কার্টেল, ব্যাংকিং প্রতিষ্ঠান গড়ে ওঠে। বিভিন্ন উপনিবেশে পুঁজি রফতানির ফলে সেই দেশটির রাজনৈতিক কর্তৃত্ব পুঁজি মালিকদের হাতে আসে।