![]() |
মার্কেন্টাইল মূলধন বলতে কী বোঝায়? মার্কেন্টাইল মতবাদের প্রধান বক্তব্যগুলি উল্লেখ করো। |
মার্কেন্টাইল মূলধন
মার্কেন্টাইলবাদের প্রধান বক্তব্যসমূহ
সংরক্ষণ : মার্কেন্টাইলবাদের প্রধান বক্তব্য হল সংরক্ষণ অর্থাৎ রাষ্ট্রের ভান্ডারে বা রাজকোশে সোনা-রুপো (বুলিয়ান) জমা রাখা। এই দুটি মূল্যবান ধাতুকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হত, তাই বিভিন্ন ইউরোপীয় রাষ্ট্র সোনা-রুপোর দেশের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যে-কোনো উপায়ে এই মূল্যবান ধাতু নিজ দেশে আনার উদ্যোগ নেওয়া হয়। স্পেন ও পোর্তুগাল ল্যাটিন আমেরিকা থেকে প্রচুর সোনা-রুপো নিজ দেশে আমদানি করে। এই পর্যায়কে বুলিয়ানিজম-ও বলা হয়।
রফতানি বৃদ্ধি ও আমদানি হ্রাস: মার্কেন্টাইলবাদের শক্তির অন্যতম উৎস ছিল আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সুরক্ষা ব্যবস্থা। এই সুরক্ষা ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য ছিল রফতানি বৃদ্ধি করা এবং যতটা সম্ভব আমদানির পরিমাণ হ্রাস করা।
পুঁজিবাদের উত্তরণ পর্ব: মার্কেন্টাইলবাদ বাণিজ্যের ক্ষেত্রে অনুকূল ভারসাম্য প্রতিষ্ঠা করে। রাষ্ট্রীয় সাহায্যে বৈদেশিক বাণিজ্যের বিকাশ এবং উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে মার্কেন্টাইলবাদ পুঁজিবাদে উত্তরণের পথ প্রশস্ত করে।
জাতীয় মর্যাদা বৃদ্ধি: মার্কেন্টাইল যুগে জাতীয় মর্যাদার অন্যতম মাপকাঠি ছিল বড়ো সৈন্যদল, নৌবহর এবং বিস্তৃত উপনিবেশ। যুদ্ধে সাফল্য জাতীয় মর্যাদা বৃদ্ধি করে, যা মার্কেন্টাইলবাদের অন্যতম কৃতিত্ব।