![]() |
মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলোচনা করো। |
মিউজিয়ামের প্রকারভেদ
প্রত্নতাত্ত্বিক জাদুঘর (Archaeology Museum): প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের বিভিন্ন প্রত্নসামগ্রী যে জাদুঘরে সংরক্ষিত থাকে, তাকে বলা হয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর।
উদাহরণ: গ্রিসের অ্যাগোরা অফ এথেন্স, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মিউজিয়াম ইত্যাদির কথা বলা যায়।
শিল্প জাদুঘর (Art Museum): বিভিন্ন ধরনের শিল্পকলা সংরক্ষিত থাকে শিল্প জাদুঘরে। চিত্র, ভাস্কর্য, মৃৎশিল্প, প্রাচীন মুদ্রা ইত্যাদি বিভিন্ন শিল্প নিদর্শন এই জাদুঘরের মাধ্যমে প্রদর্শিত হয়।
উদাহরণ: পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শিল্প জাদুঘর হল অ্যাশমোলিয়ান জাদুঘর।
বিশ্বকোশ জাদুঘর (Encyclopedic Museum): বিশ্বকোশ জাদুঘর বলতে কোনো দেশের সুবৃহৎ জাতীয় সংগ্রহশালাকে বোঝায়, যেখানে নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক স্তরের বিভিন্ন বিষয়ের বিপুল সংগ্রহ রক্ষিত থাকে।
উদাহরণ: ব্রিটিশ মিউজিয়াম।
ইতিহাসকেন্দ্রিক জাদুঘর (History Museum): ইতিহাসকেন্দ্রিক জাদুঘর ইতিহাসের বিভিন্ন নিদর্শন নিয়ে গঠিত, যা অতীত এবং বর্তমানের উপর আলোকপাত করে। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের জাদুঘরে প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি সংরক্ষণের উপর জোর দেওয়া হয়।
উদাহরণ: ন্যাশানাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার।
ঐতিহাসিক গৃহ জাদুঘর (Historic House Museum): কোনো প্রাচীন ঐতিহাসিক গৃহকে কেন্দ্র করে এই ধরনের জাদুঘর গড়ে ওঠে। এখানে বিভিন্ন সময়ের বিভিন্ন নথিপত্র, প্রত্নবস্তু, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইত্যাদি সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।
উদাহরণ : পশ্চিমবঙ্গের মুরশিদাবাদ জেলার হাজারদুয়ারি মিউজিয়াম।
সামরিক এবং যুদ্ধ বিষয়ক জাদুঘর (Military and War Museum): সামরিক জাদুঘর এবং যুদ্ধ বিষয়ক জাদুঘরে বিভিন্ন সমরবিজ্ঞান বিষয়ক নিদর্শন সংরক্ষিত থাকে। বিভিন্ন যুগে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র, তাদের বিবর্তন, যুদ্ধকৌশল, পোশাক-শিরস্ত্রাণ, গুপ্তচর ব্যবস্থা ইত্যাদি বিভিন্ন নিদর্শন এই জাদুঘরগুলিতে প্রদর্শিত হয়।
উদাহরণ: ইনটারন্যাশানাল স্পাই মিউজিয়াম, ইম্পিরিয়াল ওয়ার মিউজিয়াম, কানাডিয়ান ওয়ার মিউজিয়াম ইত্যাদি।
উদাহরণ: ২০১১ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের সার্ধশতবর্ষ উপলক্ষ্যে নির্মিত সংস্কৃতি এক্সপ্রেস চলমান জাদুঘরের অন্যতম নিদর্শন।
প্রাণী এবং বৃক্ষের উদ্যান (Zoological Parks and Botanical Gardens): চিড়িয়াখানা এবং বৃক্ষের উদ্যানকেও জাদুঘর বা সংগ্রহশালা বলে গণ্য করা হয়। কারণ- জাদুঘরের মতো এগুলির উদ্দেশ্যও এক, অর্থাৎ নিদর্শন সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন।
উদাহরণ: কলকাতা চিড়িয়াখানা, শিবপুর বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি।
বিশেষ জাদুঘর (Specialized Museum): যে-সমস্ত জাদুঘরে কোনো একটি বিশেষ বিষয়ের নিদর্শন সংরক্ষিত এবং প্রদর্শিত হয়, তাকে বলা হয় বিশেষ জাদুঘর।
উদাহরণ: সুরকার এবং সংগীতকারদের জীবনী ও কর্মকাণ্ড নিয়ে গঠিত ক্লিভল্যান্ডের রক অ্যান্ড রোল হল অফ ফেম অ্যান্ড মিউজিয়াম (Rock and Roll Hall of Fame and Museum) – এটির কথা এক্ষেত্রে উল্লেখযোগ্য।
এ ছাড়াও বিজ্ঞানকেন্দ্রিক জাদুঘর, সামুদ্রিক জাদুঘর, উন্মুক্ত জাদুঘর ইত্যাদি বিভিন্ন রকম মিউজিয়ামের অস্তিত্ব বর্তমান।