![]() |
মুসোলিনি কীভাবে আবিসিনিয়া দখল করেন? |
মুসোলিনির আবিসিনিয়া দখলের প্রেক্ষাপট
ক্ষত মেরামতের চেষ্টা: মুসোলিনি ক্ষমতায় আসার পর তাঁকে সন্তুষ্ট করার জন্য ইঙ্গ-ফরাসি শক্তি সোমালিল্যান্ডে কিছু অংশ ছেড়ে দেয় এবং ফ্রান্সের উপনিবেশের জিবুটি বন্দর ব্যবহারের অধিকার দেয়। মুসোলিনি তাতে সন্তুষ্ট না হয়ে আবিসিনিয়া আক্রমণের পরিকল্পনা করেন।
ইঙ্গ-ফরাসি মদত: মুসোলিনির আবিসিনিয়া আক্রমণের সময় ইংল্যান্ড ও ফ্রান্সের গোপন সমর্থন ছিল। তা ছাড়া জাপানের মাঞ্চুরিয়া অধিকার এবং লিগের ব্যর্থতা মুসোলিনির সাহস বাড়ায়।
ওয়াল ওয়াল ঘটনা : সোমালিল্যান্ড ও আবিসিনিয়ার মধ্যবর্তী ওয়াল ওয়াল গ্রামের অধিকার নিয়ে ১৯৩৪ খ্রিস্টাব্দে আবিসিনিয়ার সঙ্গে ইটালির সংঘর্ষ বাঁধে এবং এই সংঘর্ষে কয়েকজন ইটালীয় সেনার মৃত্যু হয়। এই ঘটনায় মুসোলিনি আবিসিনিয়ার সম্রাট হাইলে সেলামির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা ও ক্ষতিপূরণের দাবি জানায়। কিন্তু হাইলে সেলামি তা দিতে অস্বীকার করে এবং লিগের কাছে প্রতিকার দাবি করে।
আবিসিনিয়া আক্রমণ: লিগের নিষ্ক্রিয়তা ও ইঙ্গ-ফরাসি শক্তিদ্বয়ের মদতে ওয়াল ওয়াল ঘটনাকে কেন্দ্র করে ১৯৩৫ খ্রিস্টাব্দে (অক্টোবর) মুসোলিনি আবিসিনিয়া আক্রমণ করে এবং ১৯৩৬ খ্রিস্টাব্দে সমগ্র আবিসিনিয়া ইটালির দখলে আসে।
লিগ ইটালিকে আক্রমণকারী দেশ বলে ঘোষণা করে এবং লিগের নির্দেশে সকল দেশ ইটালিকে বয়কট করলে জার্মানি এই সময় ইটালিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।