![]() |
মুসোলিনি কেন আবিসিনিয়া আক্রমণ করেছিল?
|
আবিসিনিয়া আক্রমণের কারণ সমূহ
ভৌগোলিক অবস্থান: সোমালিল্যান্ড ও ইরিত্রিয়ার মধ্যবর্তী স্থানে আবিসিনিয়া ইতিপূর্বেই ইটালি সোমালিল্যান্ড, ইরিত্রিয়া ও লিবিয়া লাভ করেছিল। ইংল্যান্ড ও ফ্রান্স আফ্রিকার সকল স্থান অধিকার করলেও একমাত্র আবিসিনিয়া ছিল সাম্রাজ্যবাদী থাবার বাইরে। এজন্য ইতালি এই স্থানটির দিকে নজর দেয়।
পূর্ব আফ্রিকা রাষ্ট্র গঠন: আবিসিনিয়া দখল করে সোমালিল্যান্ড, ইরিত্রিয়া ও আবিসিনিয়াকে নিয়ে ইটালীয় ‘পূর্ব আফ্রিকা রাষ্ট্র’ গঠনের স্বপ্ন ছিল মুসোলিনির।
বাড়তি জনসংখ্যার চাপ: প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ আবিসিনিয়া দখল করে ইতালির জনসংখ্যার চাপ কমানো ও বাসস্থানের সংকুলান করা।
কাঁচামাল ও বাজার দখল: শিল্পের জন্য কাঁচামালের অভাব পূরণ করা এবং উৎপাদিত পণ্যের বাজার তৈরি করা। ইটালির মর্যাদা বৃদ্ধি: রাজ্য জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ইটালিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করা।
এইসব উদ্দেশ্য ও লক্ষ্য সামনে রেখে মুসোলিনি ১৯৩৫ খ্রিস্টাব্দে (অক্টোবর) আবিসিনিয়া আক্রমণ করেন এবং ১৯৩৬ খ্রিস্টাব্দে সমগ্র আবিসিনিয়া ইটালির দখলে আসে।