![]() |
মৌসুমি বায়ু কাকে বলে
|
‘মৌসুমি’ কথাটি আরবি শব্দ ‘মৌসিম’ থেকে এসেছে যার আক্ষরিক অর্থ ‘ঋতু’। ‘ঋতু’ অনুসারে যে বায়ু প্রবাহিত হয়, তাকে মৌসুমি বায়ু বলে।
বৈশিষ্ট্য:
- মৌসুমি বায়ু গ্রীষ্মকালে জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় যা দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু নামে পরিচিত।
- শীতকালে স্থলভাগ থেকে জলভাগের দিকে প্রবাহিত হয় যা উত্তর-পূর্ব মৌসুমি বায়ু নামে পরিচিত।
- মৌসুমি বায়ুর আচরণ খামখেয়ালি। বর্ষা কখনও আগে আসে, কখনও পরে।
- পশ্চিমবঙ্গে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর পারস্পরিক সংঘর্ষের ফলে ঘূর্ণবাতও সৃষ্টি হয়।