ম্যান্ডারিনদের কার্যাবলি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

ম্যান্ডারিনদের কার্যাবলি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

ম্যান্ডারিনদের কার্যাবলি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো
ম্যান্ডারিনদের কার্যাবলি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো

ম্যান্ডারিনদের কার্যাবলি

ম্যান্ডারিনদের দায়িত্ব: চিনের কেন্দ্রীয় সরকারের মুখ্য সচিবালয়ের অধীনে থাকা ম্যান্ডারিনদের একাধিক কাজকর্ম সম্পাদন করতে হত, যেমন-

(i) প্রশাসনিক দায়িত্বপালন

প্রশাসনের যাবতীয় দায়িত্ব, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যাবতীয় নির্দেশ ম্যান্ডারিনদের বেশ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে হত। বিভিন্ন স্তরে বিন্যস্ত ম্যান্ডারিনগণ আঞ্চলিক প্রশাসনে যুক্ত থেকে কর আদায়, আইনশৃঙ্খলা রক্ষা, সিভিল সার্ভিস পরীক্ষার আয়োজন করা, বাণিজ্যিক শুল্ক আদায়ের মতো নানাবিধ প্রশাসনিক দায়িত্ব পালন করতেন।

(ii) রাজাকে সহায়তা প্রদান

সর্বোচ্চ স্তরভুক্ত ম্যান্ডারিনরা রাজার প্রধানমন্ত্রীর সমগোত্রীয় হওয়ায় প্রত্যক্ষভাবে তারা রাজাকে বিভিন্ন কাজে সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে পারতেন। ম্যান্ডারিনদের পরামর্শ ও সাহায্য নিয়েই সাধারণত সম্রাট দেশশাসন করতেন। অবশ্য এই পরামর্শ মানা বা না মানা ছিল সম্পূর্ণ রাজার ইচ্ছাধীন।

(iii) যোগসূত্র স্থাপন

ম্যান্ডারিনগণ চিনের সর্বোচ্চ শাসক ও আঞ্চলিক প্রশাসনের মধ্যে যোগসূত্র হিসেবে বিশেষ ভূমিকা পালন করতেন। তাদের মাধ্যমেই সর্বোচ্চ শাসক বা রাজার নির্দেশ, শাসন বিষয়ক যে-কোনো ঘোষণা ক্রমান্বয়ে সর্বনিম্ন স্তর পর্যন্ত পৌঁছোত।

(iv) শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা

মধ্য ও নিম্নপদস্থ ম্যান্ডারিনরা প্রদেশ বা স্থানীয় অঞ্চলগুলির শান্তি-শৃঙ্খলা বজায় রাখার কাজে সক্রিয়ভাবে যুক্ত থাকতেন। এর পাশাপাশি তারা সেনাবাহিনীর সাহায্যে দেশের নিরাপত্তা রক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। তাছাড়া অভ্যন্তরীণ বিদ্রোহ দমনের ক্ষেত্রেও ম্যান্ডারিনদের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ।

(v) রাজস্ব সংগ্রহ

ম্যান্ডারিনদের অন্যতম কাজ ছিল রাজস্ব সংগ্রহের তদারকি করা। চৌ রাজাদের আমলে গ্রামের সমাহার বা সিয়েন (Hsien)-এর ম্যান্ডারিন শাসকগণ কৌশল এবং অনুরোধ-উপরোধের মাধ্যমেই রাজস্ব আদায় করতেন। সেখানে বলপ্রয়োগের কোনও নিয়ম ছিল না।

(vi) অন্যান্য কাজ

এ ছাড়াও ম্যান্ডারিনরা দেশের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ে তদারকি করতেন। বৈদেশিক সম্পর্ক, আইন, বিচার ইত্যাদি বিষয়গুলির ক্ষেত্রেও ম্যান্ডারিনরা যুক্ত থাকতেন। প্রসঙ্গত উল্লেখ্য, ভালো কাজের জন্য ম্যান্ডারিনদের পুরস্কার দেওয়ার ব্যবস্থাও ছিল।

ম্যান্ডারিনদের বিভাগীয় কার্যাবলি

চৌ বংশের সূচনাকালে চৌ লি (Zhou Li) নামে একটি গ্রন্থ রচিত হয়। অনেকে বলেন এই গ্রন্থটির রচয়িতা হলেন চৌ-কুং, তবে বিষয়টি অবশ্যই বিতর্কিত। উক্ত গ্রন্থ থেকে জানা যায় যে, চৌ রাজাদের রাজত্বকালে সমগ্র প্রশাসনিক ক্ষেত্র ছয়টি ম্যান্ডারিন বা পণ্ডিত পরিচালিত বিভাগ বা বোর্ড (Six Boards)-এ বিভক্ত ছিল। এগুলি হল-

(i) স্বর্গ বিভাগ (Mandarin of Heaven)

এই বিভাগের কাজ ছিল সম্রাটের খাদ্য, পোশাক-পরিচ্ছদ-সহ প্রশাসনসমূহের তত্ত্বাবধান করা। পৃথিবী বিভাগ (Mandarin of Earth): জনকল্যাণমূলক কাজকর্ম পরিচালিত হত পৃথিবী বিভাগে। এই দফতরের অপর একটি কাজ ছিল অবিবাহিত যুবক-যুবতীদের বিবাহের ব্যবস্থা করা।

(ii) বসন্ত বিভাগ (Mandarin of Spring)

এই বিভাগের উপর ধর্মানুষ্ঠানের ভার ছিল। তারা বিভিন্ন ঋতুতে বিভিন্ন পূজাপার্বণের বিষয়ে দায়িত্ব পালন করতেন।

(iii) গ্রীষ্ম বিভাগ (Mandarin of Summer)

এটি ছিল প্রতিরক্ষা ও যুদ্ধ বিষয়ক বোর্ড। এদের কাজ ছিল সৈন্য সংগ্রহ করা, যুদ্ধের সাজসজ্জা, অস্ত্রশস্ত্রের জোগান দেওয়া ইত্যাদি।

(iv) শরৎ বিভাগ (Mandarin of Autumn)

ন্যায়বিচার ও দণ্ডের বিধান করাই ছিল এই বিভাগের অন্যতম কাজ।

(v) শীত বিভাগ (Mandarin of Winter)

শীত বিভাগের কাজ ছিল বিভিন্ন রাস্তা ও সেতু নির্মাণের মাধ্যমে সামগ্রিকভাবে যোগাযোগ ব্যবস্থার উন্নতিসাধন করা।

ম্যান্ডারিনদের গুরুত্ব

চিনে ম্যান্ডারিন ব্যবস্থা বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল, যথা-

(i) যোগসূত্র রক্ষাকারী

চিনা সম্রাটের সঙ্গে স্থানীয় প্রশাসকদের যোগসূত্র রক্ষাকারীরূপে ম্যান্ডারিনদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মাধ্যমে সম্রাটের নির্দেশ ও ঘোষণা দ্রুত জনগণের কাছে পৌঁছে যেত। সর্বোপরি প্রশাসনিক ব্যবস্থায় সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত এক ধারাবাহিকতা বজায় ছিল।

(ii) সুদক্ষ প্রশাসনিক ব্যবস্থা

ম্যান্ডারিনদের কঠোর পরিশ্রম, পাণ্ডিত্য ও দক্ষতার ফলে চিনে এক উন্নত গতিশীল প্রশাসনিক ব্যবস্থার সৃষ্টি হয়। বস্তুতপক্ষে ম্যান্ডারিন ব্যবস্থার মাধ্যমে চিনে যে আমলা শ্রেণির সৃষ্টি হয়েছিল, তাদের কর্মপ্রচেষ্টায় চিনা রাজবংশ প্রায় ১৩০০ বছর অস্তিত্ব বজায় রাখতে সমর্থ হয়।

শাসন পরিচালনার দায়িত্বপালনের পাশাপাশি ম্যান্ডারিনগণ দেশের নিরাপত্তা, ব্যাবসাবাণিজ্য ইত্যাদি বিভিন্ন ধরনের কাজকর্ম করায় প্রশাসনে উৎকর্ষতা বৃদ্ধি পায়।

(iii) নিরাপত্তা প্রদান

ম্যান্ডারিনরা প্রদেশগুলির শাসনভার গ্রহণ করে এবং একাধিক বৈদেশিক আক্রমণকে প্রতিহত করে চিনকে সুরক্ষা প্রদান করেছিলেন।

(iv) জেন্ট্রি সম্প্রদায়ের উত্থানে সহায়তা

ম্যান্ডারিনরা চিনে বিশেষ সুবিধাভোগী শ্রেণি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। ম্যান্ডারিনদের সামাজিক পদমর্যাদা ও বংশগত আভিজাত্য থেকে পরবর্তীকালে চিনে জেন্ট্রি (Gentry) নামে এক নতুন সম্প্রদায়ের উদ্ভব ঘটেছিল।

আরও পড়ুন – গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো

Leave a Comment