![]() |
রাশিয়াতে বলশেভিক বিপ্লবের তাৎপর্য কীভাবে ব্যাখ্যা করবে? |
ভূমিকা
রাশিয়াতে বলশেভিক বিপ্লবের তাৎপর্য
[১] রাশিয়ার অভ্যন্তরে আমূল পরিবর্তন: নব প্রতিষ্ঠিত বলশেভিক সরকার দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তনের উদ্দেশ্যে বিনা ক্ষতিপূরণে কলকারখানা, শিল্প-প্রতিষ্ঠান প্রভৃতি জাতীয় সম্পত্তিতে পরিণত করে শ্রমিকদের হাতেই পরিচালনার দায়িত্ব অর্পণ করে। ন্যায্য বণ্টন-ব্যবস্থা ও কৃষিক্ষেত্রে কৃষকদের মধ্যে জমি বিতরণের ব্যবস্থা করে জনসাধারণের অর্থনৈতিক উন্নতির চেষ্টা করে।
[২] অ-রুশ জাতিদের মর্যাদা প্রতিষ্ঠা : রুশ সাম্রাজ্যের অন্তর্গত অ-রুশ জাতিগুলি ইতিপূর্বে বৈষম্যের শিকার হত, কিন্তু রুশ বিপ্লবের পর এই অ-রুশ জাতিগুলিকে সমমর্যাদা ও সমান অধিকার প্রদান করা হয়।
[৩] পররাষ্ট্র ক্ষেত্রে শান্তিস্থাপন: পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া নিজেকে সরিয়ে নেয় এবং জার্মানির সঙ্গে ব্রেস্ট লিটোভস্ক-এর সন্ধি স্বাক্ষর করে দেশে শান্তি প্রতিষ্ঠা করার ব্যবস্থা করে।
[৪] সমাজতন্ত্র ও ধনতান্ত্রিক আদর্শের বিরোধের সূচনা : সমাজতান্ত্রিক আদর্শের ভিত্তিতে নব-গঠিত রাশিয়া রাষ্ট্রটি ধনতান্ত্রিক দেশগুলির পক্ষে বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ফলে বিভিন্ন পাশ্চাত্য দেশ রাশিয়া থেকে বলশেভিক শাসনকে উচ্ছেদ করবার জন্য সেনাবাহিনী প্রেরণ করে।