রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝ

রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝ

রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝ
রেনেসাঁ বা নবজাগরণ বলতে কী বোঝ

ভূমিকা

‘রেনেসাঁ’ (Renaissance)-র বাংলা প্রতিশব্দ হল ‘নবজাগরণ’। পঞ্চদশ-ষোড়শ শতকে ইউরোপে সাহিত্য, শিল্প, ধর্ম-সংস্কৃতি জ্ঞান-বিজ্ঞান ও জীবনবোধের ক্ষেত্রে যে অভাবনীয় পরিবর্তন ও অগ্রগতি ঘটেছিল, তা সাধারণভাবে ‘রেনেসাঁ’ বা নবজাগরণ নামে পরিচিত। ইটালিতেই প্রথম রেনেসাঁ বা নবজাগরণের সূত্রপাত ঘটে।

(1) সংজ্ঞা ও অর্থ: রেনেসাঁ বা নবজাগরণ শব্দের আক্ষরিক অর্থ হল ‘পুনর্জন্ম’ বা ‘পুনর্জাগরণ’। ফরাসি ঐতিহাসিক মিশলে উনিশ শতকে তাঁর ফ্রান্সের ইতিহাস গ্রন্থে সর্বপ্রথম ‘রেনেসাঁ’ শব্দটি ব্যবহার করেন। পরবর্তীকালে জ্যাকব বুখার্ড এর বিস্তারিত ব্যাখ্যা দেন। পঞ্চদশ-ষোড়শ শতকে প্রাচীন গ্রিক ও লাতিন জ্ঞান-বিজ্ঞান চর্চার পুনরুজ্জীবনের ফলে ইউরোপে সাহিত্য, শিল্প, সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে যে বৈপ্লবিক রূপান্তর ঘটে, তা রেনেসাঁ বা নবজাগরণ নামে পরিচিত।

(2) প্রেক্ষাপট: ১৪৫৩ খ্রিস্টাব্দে অটোমান তুর্কিদের দ্বারা কনস্ট্যান্টিনোপলের পতন ঘটলে সেখানকার একদল গ্রিক ও রোমান পণ্ডিত প্রাচীন পুথিপত্র সমেত ইটালির ফ্লোরেন্সসহ বিভিন্ন নগরে আশ্রয় নেন। তাঁরাই প্রাচীন বা ধ্রুপদি গ্রিক ও লাতিন জ্ঞান-বিজ্ঞান চর্চার পুনরুজ্জীবন ঘটান। ফলে ইউরোপে মধ্যযুগের ধর্মান্ধতা ও কুসংস্কারের পরিবর্তে নতুন করে জ্ঞান-বিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটে। এইভাবে ইটালি তথা ইউরোপে নবজাগরণের সূচনা হয়।

(3) মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ: পঞ্চদশ শতকের রেনেসাঁর মাধ্যমে ইউরোপের মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ ঘটে। রেনেসাঁর ফলে ইউরোপে মধ্যযুগের বৈশিষ্ট্যগুলি বিলুপ্ত হতে থাকে, অপরদিকে আধুনিক যুগের বৈশিষ্ট্যসমূহ সুস্পষ্ট রূপ লাভ করতে থাকে। মধ্যযুগের ধর্মান্ধতা, সামাজিক প্রথা, কূপমণ্ডুকতা, রক্ষণশীলতা ইত্যাদির বদলে বিবেক, যুক্তিবাদ, স্বচ্ছদৃষ্টি, উদারতা ইত্যাদির আবহ তৈরি হয়।

মূল্যায়ন

সবশেষে বলা যায় যে, ইউরোপের মধ্যযুগ ছিল মূলত

ধর্মনির্ভর। মধ্যযুগে পোপ ধর্মযাজকদের ধর্মান্ধ নীতির ফলে জ্ঞান-বিজ্ঞান জগতের বিকাশ রুদ্ধ হয়েছিল। চতুর্দশ শতক থেকেই বিভিন্ন মনীষীগণ তাঁদের প্রগতিশীল চিন্তাধারা সূচনা করেছিলেন। পঞ্চদশ-ষোড়শ শতকে ইউরোপে নতুন করে জ্ঞান-বিজ্ঞান চর্চার সূত্রপাত রেনেসাঁ বা নবজাগরণের সূচনা করে। রেনেসাঁ মানুষের মধ্যে মানবতাবাদ ও যুক্তিবাদের বিকাশ ঘটায়। এইভাবে রেনেসাঁর হাত ধরে ইউরোপে এক নতুন যুগের সূত্রপাত ঘটে।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment