রোমান আইনতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো
রাষ্ট্রচিন্তার জগতে রোমান আইনবিদগণ আইনের ধারণা গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রাচীন রোমেই প্রথম লিখিত আকারে আইন বা বিধিব্যবস্থা নথিভুক্ত হয়। জানা যায় যে, জিশু খ্রিস্টের জন্মের ২০০ বছর পরে উদ্ভব ঘটে রোমান আইনব্যবস্থার। রোমের আইনবিদরা এসময়ের মধ্যে যেসকল বিধিনিয়ম ও শাসনপ্রণালী রচনা করেন তার বহু অংশ ৫৩৩ খ্রিস্টাব্দে সম্রাট জাস্টিনিয়ান (Justinian)-এর Digest পুস্তকে অন্তর্ভুক্ত হয়েছে। রোমান আইনবিশারদগণ মূলত পৌর আইন (Jus Civile), সর্বজনীন আইন (Jus Gentium) এবং প্রাকৃতিক আইন (Jus Naturale) – এই তিন প্রকার আইনের উল্লেখ করেছেন।
রোমান আইনতত্ত্ব
(i) পৌর আইন: Jus Civile অর্থাৎ পৌর আইন হল প্রথাগত আইন। অতীতকালে প্রথা এবং রীতিনীতিই রোমে আইন হিসেবে বিবেচিত হত, যা মানুষের আচার-আচরণকে নিয়ন্ত্রণ করত। প্রধানত দ্বাদশ আইন বা Twelve Tables-ই ছিল এই প্রকার আইনের অন্যতম উৎস। এই পৌর আইন দ্বারাই যাবতীয় সম্পত্তি ও নাগরিকদের অধিকারের বিষয়টি নির্ধারিত হত।
(ii) সর্বজনীন আইন: রোমান সাম্রাজ্যের বিস্তারের সঙ্গে সঙ্গে শান্তি-শৃঙ্খলা, ঐক্য ও সামগ্রিক সাফল্যের উদ্দেশ্যে এক সর্বজনীন আইনের প্রয়োজনীয়তা রোমান চিন্তাবিদগণ অনুভব করেন। কোনও জাতি যখন নিজ দেশের মানুষদের পরিচালনা ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে আইনকানুন রচনা করে তখন সেগুলি জাতীয় আইন বা Jus Gentium বলে পরিচিত হয়। এই প্রকার আইনের ভিত্তিই হল ন্যায়বিচার ও সমতা।
(iii) প্রাকৃতিক আইন: রোমানদের আইনের ধারণায় অন্যতম গুরুত্বপূর্ণ আইন হিসেবে প্রাকৃতিক আইন বা Jus Naturale-এর কথা বলা যায়। প্রাকৃতিক নিয়মনীতির দ্বারা মানুষের আচরণকে পরিচালনা ও নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে নির্ধারিত বিধিবিধানই প্রাকৃতিক আইন হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন – কৌটিল্যের অর্থশাস্ত্রে রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্পর্কে ধারণা কী ছিল