![]() |
লিজেন্ড বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে লিজেন্ড কীভাবে রূপদান করে? |
Legend বা কিংবদন্তি
Encyclopedia Britanica-য় লিজেন্ড-এর সংজ্ঞা নির্দেশ করে বলা হয়েছে- কোনো বিশেষ ব্যক্তি বা স্থান সম্বন্ধে বলা পরম্পরাগত গল্প বা গল্পমালা। ড. আশুতোষ ভট্টাচার্য্যের ভাষায়- ‘Legend সাধারণতঃ কোনো বীর কিংবা সাধক চরিত্র অবলম্বন করিয়া রচিত ইতিবৃত্ত’।
উদাহরণ: রবিনহুড, রঘু ডাকাত, ভবানী পাঠক প্রমুখ হল কিংবদন্তির উদাহরণ।
অতীত বিষয়ে মানুষের ধারণাকে রূপদানে লিজেন্ডের ভূমিকা
ধারাবাহিকতা: কিংবদন্তির কাহিনিগুলি সুদূর অতীত থেকে মুখে মুখে প্রচলিত হয়ে বর্তমান কালে এসে পৌঁছেছে। মিথের মতোই কিংবদন্তি থেকেও অতীতের নৈতিকতা, বীরত্ব প্রভৃতি বিষয়ে বর্তমান কালে মানুষ শিক্ষা লাভ করে এবং ভবিষ্যৎ জীবনে চলার পথে সাবধানতা অবলম্বন করতে পারে।
ঐতিহাসিক সভ্যতা: বিভিন্ন কিংবদন্তির উপর ভিত্তি করে বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সত্যতা সম্পর্কে জানা সম্ভব। উদাহরণস্বরূপ বলা যায়- কিংবদন্তির উপর নির্ভর করে পূর্ববঙ্গের সীতারকোট এবং অন্যান্য জায়গায় পরীক্ষামূলকভাবে খননকার্য চালিয়ে প্রাচীন বৌদ্ধবিহারের নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
ঐতিহাসিক তথ্যের জোগান: কিংবদন্তির কাহিনিগুলি সম্পূর্ণ কাল্পনিক নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এই কাহিনিগুলির বাস্তব ভিত্তি লক্ষণীয়। মৌর্য সম্রাট অশোক-এর শান্তিবাদী নীতিগ্রহণ কিংবা মীরাবাঈ-এর কৃষ্ণপ্রেমকে কেন্দ্র করে একাধিক কাহিনি প্রচলিত আছে। ছত্রপতি শিবাজির নানান বীরগাথা মহারাষ্ট্রের জনগণের মধ্যে গভীর প্রভাব বিস্তার করেছিল বলে জানা যায়। হোমার, ভার্জিল, সফোক্লিস প্রমুখ গ্রিক সাহিত্যিকের কাব্য ও নাটকে অসংখ্য কিংবদন্তির উদাহরণ পাওয়া যায়।