![]() |
শিল্পবিপ্লবের অগ্রগতি ও বিস্তারে রেলপথের ভূমিকা কী ছিল? |
ইউরোপে রেলপথের সম্প্রসারণ
[১] বেলজিয়াম: ইংল্যান্ডে রেলপথের সম্প্রসারণের পরেই বেলজিয়াম উদ্যোগী হয়েছিল এবং ১৮৩৫ খ্রিস্টাব্দে ব্রাসেলস থেকে ম্যালিনে পর্যন্ত রেলপথের সম্প্রসারণ ঘটেছিল। বেলজিয়াম পশ্চিম ইউরোপের ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, হল্যান্ড প্রভৃতি দেশের সঙ্গে যোগাযোগের জন্য মহাদেশীয় রেলপথ স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছিল।
[২] ফ্রান্স: রেলপথের প্রবর্তনের ক্ষেত্রে ফ্রান্স অনেক পরে উদ্যোগী হয়। ১৮৩৭ খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিস থেকে সেন্ট জার্মেইন পর্যন্ত রেলপথ চালু হয় এবং ১৮৪৮ খ্রিস্টাব্দে সেদেশের রেলপথের দৈর্ঘ্য দাঁড়ায় ২০০০ মাইল-এ।
[৪] রাশিয়া: ১৮৩৮ খ্রিস্টাব্দে রাশিয়াতে প্রথম রেলপথ প্রবর্তিত হয় এবং উনিশ শতকের শেষার্ধে জার দ্বিতীয় নিকোলাসের রাজত্বকালে রাশিয়ায় রেলপথের ব্যাপক সম্প্রসারণ ঘটে।
উপসংহার
১ এক দেশের সঙ্গে অন্যদেশের যোগাযোগ স্থাপিত হয়,
২ অন্তর্দেশীয় ও বহির্দেশীয় বাণিজ্যের সম্প্রসারণ ঘটে এবং
৩ শিল্পবিপ্লবের সম্প্রসারণ ঘটে।