![]() |
সুন্দরবনে ম্যানগ্রোভ বনাঞ্চলের সৃষ্টি হয়েছে কেন? |
ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে ওঠার জন্য কিছু প্রাকৃতিক পরিবেশ দরকার, যেমন- পর্যাপ্ত উষ্ণতা, প্রচুর বৃষ্টিপাত, লবণাক্ত মৃত্তিকা, জোয়ার-ভাটার জল ইত্যাদি। পশ্চিমবঙ্গের সুন্দরবনেই একমাত্র এই উপযুক্ত পরিবেশগুলি পাওয়া যায়।
ম্যানগ্রোভ বনাঞ্চল গড়ে ওঠার কারণ
- সুন্দরবনের গড় উষ্ণতা গ্রীষ্মকালে 29°C 30°C ও শীতকালে 20°C -21°C।
- এই অঞ্চলে বছরে গড় বৃষ্টিপাত প্রায় 160 200 সেমি।
- সমুদ্রের নিকটবর্তী বলে এখানকার মাটি লবণাক্ত ম্যানগ্রোভ উদ্ভিদগুলি লবণাক্ত মাটিতে শ্বাসমূল, ঠেসমূলের সাহায্যে বেঁচে থাকতে পারে।
- বঙ্গোপসাগরের উপকূলে অবস্থান করার জন্য এখানকার নদীগুলিতে জোয়ার-ভাটা হয়।
এই কারণগুলির জন্য সুন্দরবনে ম্যানগ্রোভ বনভূমি গড়ে উঠেছে।