সোলনের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো

সোলনের অর্থনৈতিক সংস্কার সম্পর্কে যা জানো লেখো

সোলনের অর্থনৈতিক সংস্কার

সোলন এথেন্সের বিশৃঙ্খল শাসনকে শৃঙ্খলায় নিয়ে আসতে যেসকল পদক্ষেপগুলি গ্রহণ করেছিলেন, সেগুলির মধ্যে অন্যতম হল তাঁর অর্থনৈতিক সংস্কারসমূহ।

(i)সেইসাকথিয়া বা বন্ধনমোচন

গ্রিক রাষ্ট্রনায়ক সোলন প্রবর্তিত একটি অর্থনৈতিক বিধি ছিল সেইসাকথিয়া (Seisachtheia) বা বন্ধনমোচন। তিনি একটি ঘোষণার মাধ্যমে এথেন্সের ঋণগ্রহীতাদের সমস্ত ঋণ মকুব করে দেন। ফলে মহাজনের ঋণ পরিশোধ করতে না পারায় দাসে পরিণত হওয়া নাগরিকরা মুক্তি পায় এবং বন্ধকি জমি ফেরত পায় মালিকরা -এই ঘটনা গ্রিসে ভার লাঘব বা সব বোঝা নামিয়ে ফেলা (Shaking off the burdens) নামেও পরিচিত।

(ii) খাদ্য সমস্যার সমাধান

সোলন ঘোষণা করেন যে, জলপাই তেল ব্যতীত (যা উৎপন্ন হত অ্যাটিকায়) আর কোনও খাদ্যদ্রব্য বিদেশে রফতানি করা যাবে না। দেশের মধ্যে খাদ্যের মূল্য হ্রাস ও অভাব মেটানোর উদ্দেশ্যে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেন।

(iii) এথেনীয় মুদ্রার প্রবর্তন

অনেকেই মনে করেন যে, সোলন এথেনীয় মুদ্রাব্যবস্থার পরিবর্তন ঘটান। ইজিনার মুদ্রার বদলে ইউবোয়ার মুদ্রামান তিনি প্রবর্তন করেন।

(iv) শিল্প-বাণিজ্যের প্রসার

এথেন্সে শিল্প-বাণিজ্যের উন্নতির জন্য সোলন বহিরাগতদের এথেন্সে আহ্বান করে নাগরিকত্ব দানের ব্যবস্থা করেন। তাছাড়া তিনি প্রত্যেক এথেনীয় পিতাকে তার সন্তানকে নির্দিষ্ট একটি ব্যাবসায় উপযুক্ত শিক্ষা দেওয়ারও নির্দেশ প্রদান করেন।

(v) ব্যয় সংকোচের নীতি গ্রহণ

সোলন ব্যয় সংকোচের জন্যও নানান পদক্ষেপ গ্রহণ করেন। বিবাহ, শ্রাদ্ধ-সহ বিবিধ পারিবারিক অনুষ্ঠানে সর্বোচ্চ ব্যয়ের পরিমাণ নির্দিষ্ট করার মতো উদ্যোগ গৃহীত হয় সোলনের উদ্যোগে।

আরও পড়ুন – গ্রিক রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো

Leave a Comment