![]() |
হিটলারের রাশিয়া অভিযানের কারণ। |
রাশিয়া আক্রমণের কারণ
রাশিয়ার শক্তি বৃদ্ধি রুশভীতি: পূর্ব ইউরোপে রাশিয়ার উত্তরোত্তর সামরিক ক্ষমতা বৃদ্ধিতে হিটলারের আশঙ্কা হয়েছিল রাশিয়া জার্মানি আক্রমণ করতে পারে। তাই আক্রান্ত হওয়ার আগেই আক্রমণ করাকেই হিটলার বুদ্ধিমানের কাজ বলে মনে করেন। তাই তিনি আক্রান্ত হওয়ার আগেই রাশিয়া আক্রমণ করে বসেন।
রাশিয়া কর্তৃক রসদ সরবরাহ বন্ধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে রাশিয়া জার্মানিকে প্রচুর খাদ্য ও খনিজদ্রব্য দিয়ে সাহায্য করেছিল। কিন্তু জার্মানির কাছে ফ্রান্সের পরাজয়ের পর রাশিয়া সতর্ক হয়ে যায় এবং রাশিয়া জার্মানিকে সাহায্য বন্ধ করে দেন। ফলে হিটলার ক্ষিপ্ত হন।
সাম্যবাদকে ধ্বংস: হিটলার রাশিয়া আক্রমণ করে সাম্যবাদের মাটিতে সাম্যবাদ ধ্বংস করে ইঙ্গ-ফরাসি সহানুভূতি আশা করেছিলেন।
পূর্ব ইউরোপে আধিপত্যে প্রতিবন্ধকতা: হিটলারের পররাষ্ট্রনীতির লক্ষ্য ছিল পূর্ব ইউরোপে জার্মান সম্প্রসারণ। কিন্তু তিনি রাশিয়া আক্রমণ করে সেই প্রতিবন্ধকতা দূর করতে চেয়েছিলেন।
প্রাকৃতিক সম্পদের হাতছানি : রাশিয়া দখল করে হিটলার ইউক্রেনের গম ভাণ্ডার ও বাকুর পেট্রোলিয়াম খনি দখল করে যুদ্ধের কাজে ব্যবহার করতে চেয়েছিলেন।
কূটনৈতিক কারণ: হিটলার সাম্যবাদী রাশিয়ার বিরুদ্ধে আক্রমণ করে ইংল্যান্ডে হিটলার বিরোধিতার তীব্রতা হ্রাস করতে চেয়েছিলেন।
হিটলারের রাশিয়া আক্রমণের ফল জার্মানির পক্ষে শুভ হয়নি। রাশিয়া অভিযানের ব্যর্থতা ছিল জার্মানির শেষের শুরু (beginning of the end) |