হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিলেন কেন

হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিলেন কেন
হিটলার পোল্যান্ড আক্রমণ করেছিলেন কেন?
চেকোশ্লোভাকিয়া দখলের পর হিটলার জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ডের দিকে তাঁর কুনজর ফেলেন। ভার্সাই সন্ধির সূত্র ধরেই পোল্যান্ডের সঙ্গে জার্মানির বিরোধ শুরু হয়। সেই বিরোধের অনিবার্য ফলশ্রুতি হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণ। 

পোল্যান্ড আক্রমণের প্রেক্ষাপট

ভার্সাই সন্ধির দায়িত্ব: ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির ডানজিগ শহর ও সমুদ্রে নিষ্ক্রমণের জন্য একটি সংকীর্ণ ভূখণ্ড (পোলিশ করিডর) পোল্যান্ডকে দেওয়া হয়েছিল। উপরন্তু পশ্চিম প্রাশিয়াও মেমেল পোল্যান্ডের অধিকারে আসে।

জার্মানির প্রস্তাব: হিটলার পোল্যান্ডের কাছে ডানজিগ শহর ও সেখানে যাওয়ার জন্য পোলিশ করিডর দাবি করেন। জার্মানি পোল-জার্মান অনাক্রমণ চুক্তির সময়সীমা ১০ বছরের পরিবর্তে ২৫ বছর ধার্য করতে রাজি হয়। বিনিময়ে পোল্যান্ডকে জার্মানির সঙ্গে কমিন্টার্ন বিরোধী চুক্তিতে স্বাক্ষরের প্রস্তাব দেয়।

ইঙ্গ-ফরাসি শক্তির সতর্কতা: ইঙ্গ-ফরাসি শক্তি পোল্যান্ডের নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দেয় এবং জার্মানিকে পোল্যান্ড আক্রমণের রক্ষার গ্যারান্টি দেয় এবং জার্মানিকে পোল্যান্ড আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দেয়।

জার্মানির প্রস্তাব প্রত্যাখ্যান: হিটলার পোল্যান্ডের কাছে ডানজিগ শহর ও সেখানে যাওয়ার জন্য পোলিশ করিডর দাবি করেন। জার্মানি পোল-জার্মান অনাক্রমণ চুক্তির সময়সীমা ১০ বছরের পরিবর্তে ২৫ বছর ধার্য করতে রাজি হয়। বিনিময়ে পোল্যান্ডকে জার্মানির সঙ্গে কমিন্টার্ন বিরোধী চুক্তিতে স্বাক্ষরের প্রস্তাব দেয়।

ইঙ্গ-ফরাসি শক্তির সতর্কতা : ইঙ্গ-ফরাসি শক্তি পোল্যান্ডের নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দেয় এবং জার্মানিকে পোল্যান্ড আক্রমণের বিরুদ্ধে সতর্ক করে দেয়।

জার্মানির প্রস্তাব প্রত্যাখ্যান: পোল্যান্ড ইঙ্গ-ফরাসি শক্তির সহযোগিতায় বলিয়ান হয়ে জার্মানির প্রস্তাব ফুৎকারে উড়িয়ে দেয়। উপরন্তু ২৬ নভেম্বর ১৯৩৮ খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার সঙ্গে মৈত্রী চুক্তি স্বাক্ষর করে।

পোল-ব্রিটেন চুক্তি: ৬ এপ্রিল ১৯৩৯ খ্রিস্টাব্দে পোল্যান্ড ও ব্রিটেনের মধ্যে একটি দ্বিপাক্ষিক সামরিক সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।

পোল্যান্ড সম্পর্কে হিটলারের পরিকল্পনা

হিটলারের প্রতিক্রিয়া: অতঃপর ক্ষুব্ধ হিটলার পোল-জার্মান অনাক্রমণ চুক্তি ও ইঙ্গ-জার্মান নৌচুক্তি বাতিল করে পোল্যান্ড ও ব্রিটেনের বিরুদ্ধে জার্মানির অনাস্থা প্রকাশ করেন।

ইস্পাতের চুক্তি: হিটলার ইটালির সঙ্গে ইস্পাতের চুক্তি স্বাক্ষর (২২ মে ১৯৩৯ খ্রি.) করে নিজ হাত শক্ত করেন। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি: জার্মানি ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত রুশ জার্মান অনাক্রমণ চুক্তিতে উল্লেখ থাকে যে, পোল্যান্ড আক্রমণ করে তারা পরস্পরের মধ্যে ভাগ করে নেবে।

পোল্যান্ড আক্রমণ: পরিকল্পনা মাফিক হিটলার ১ সেপ্টেম্বর ১৯৩৯ খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেন এবং ইঙ্গ-ফরাসি শক্তি পূর্ব প্রতিশ্রুতি মতো পোল্যান্ডের সহায়তায় এগিয়ে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার (৩ সেপ্টেম্বর ১৯৩৯ খ্রি.) ২৬ দিনের মাথায় হিটলার সমগ্র পোল্যান্ড দখল করে নেন।

Leave a Comment