![]() |
হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত যেকোনো তিনটি ভূমিরূপের সংক্ষিপ্ত বর্ণনা দাও। |
উচ্চ পার্বত্য অঞ্চলে সঞ্চয়জাত ভূমিরূপ:
গ্রাবরেখা (Moraine)
অর্থ: ‘মোরেন’ (গ্রাবরেখা) একটি প্রাচীন ফরাসি শব্দ, যার অর্থ মাটি ও প্রস্তর দ্বারা গঠিত তীর।
সংজ্ঞা: উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি হিমবাহের সঙ্গে বাহিত হয়ে উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এরূপ সঞ্চয়কে গ্রাবরেখা বলে। উদাহরণ তিস্তা নদীর উচ্চ অববাহিকায় লাচেন ও লাচুং অঞ্চলে নানা ধরনের গ্রাবরেখা দেখা যায়।
শ্রেণিবিভাগ : গ্রাবরেখাগুলিকে সাধারণত দু-ভাগে ভাগ করা হয়। যথা-
অবস্থান অনুসারে গ্রাবরেখার শ্রেণিবিভাগ –
(ii) পার্শ্ব গ্রাবরেখা (Lateral Moraine) : হিমবাহের উভয়পার্শ্বে সঞ্চিত গ্রাবরেখা।
(iii) ভূমি গ্রাবরেখা (Ground Moraine) : হিমবাহের নীচে উপত্যকার ভূমিভাগে সঞ্চিত গ্রাবরেখা।
(iv) মধ্য গ্রাবরেখা (Medial Moraine) : পাশাপাশি দুটি হিমবাহের মধ্যবর্তী স্থানে সঞ্চিত গ্রাবরেখা। (ⅳ) হিমাবদ্ধ গ্রাবরেখা (Englacial Moraine): হিমবাহের ফাটলের মধ্যে সঞ্চিত গ্রাবরেখা। (vi) হিমতল গ্রাবরেখা (Sub-glacial Moraine): পর্বতগাত্র ও হিমবাহের ফাটলের মধ্য দিয়ে প্রস্তরখণ্ড হিমবাহের তলায় পৌঁছলে, তাকে হিমতল গ্রাবরেখা বলে।
আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাবরেখার শ্রেণিবিভাগ –
পর্বতের পাদদেশে সঞ্চয়জাত ভূমিরূপ
ড্রামলিন (Drumlin)
সংজ্ঞা: ‘ড্রামলিন’ শব্দের আক্ষরিক অর্থ ‘ঢিবি’ (Mound)। হিমবাহ অধ্যুষিত অঞ্চলে বিভিন্ন আকৃতির ক্ষয়জাত পদার্থগুলি সঞ্চিত হয়ে উলটানো নৌকা বা চামচের আকৃতির ঢিবি গড়ে ওঠে। একে ড্রামলিন বলে।
শ্রেণিবিভাগ: ড্রামলিন প্রধানত দু-প্রকার। যথা-
(i) গ্রাবসঞ্চিত ড্রামলিন (Morainic Drumlin): এগুলি অপেক্ষাকৃত সূক্ষ্ম পদার্থ (গ্রাব) দ্বারা গঠিত ড্রামলিন।
(ii) শিলা ড্রামলিন (Rock Drumlin): এই ড্রামলিনগুলির সম্মুখভাগে শিলা সঞ্চিত হয় এবং পিছনের দিকে গ্রাব সঞ্চিত হয়।
বৈশিষ্ট্য: (ⅰ) ড্রামলিনগুলির অক্ষ (Axis) হিমবাহের প্রবাহের দিকে সমান্তরালভাবে অবস্থান করে। (ii) ড্রামলিনের হিমবাহের দিকের অংশটি অমসৃণ ও বিপরীত দিকের অংশটি মসৃণ হয়। (iii) ড্রামলিনগুলি 1 – 2 কিমি দীর্ঘ ও 400 – 600 মিটার প্রশস্ত হয়। (iv) ড্রামলিনের উচ্চতা সাধারণত 15 – 30 মিটার হয়ে থাকে। (v) ড্রামলিন সর্বদা ঝাঁকে ঝাঁকে দেখা যায়। তাই ড্রামলিন ভরতি অঞ্চলকে ‘ঝুড়ি ভরতি ডিমের ন্যায় ভূপ্রকৃতি’ (Basket of Eggs Topography) বলে। (vi) বহু ড্রামলিন একত্রে থাকলে তার মধ্যবর্তী অংশে জল জমে জলাভূমি সৃষ্টি হয়।
আগামুক (Erratic)
বৈশিষ্ট্য: (ⅰ) আগামুকের শিলাধর্মের সঙ্গে স্থানীয় শিলাধর্মের কোনো মিল থাকে না। (ii) আগামুকগুলি সাধারণত কঠিন ও শিলায় গঠিত হয়।