পঞ্চদশ শতক থেকে থেকে কী ধরনের উন্নত প্রযুক্তি জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহার করা হত 

পঞ্চদশ শতক থেকে থেকে কী ধরনের উন্নত প্রযুক্তি জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহার করা হত 

অথবা, পঞ্চদশ শতকের প্রযুক্তিগত অগ্রগতি জাহাজ নির্মাণ শিল্পের ক্ষেত্রকে কীভাবে প্রভাবিত করে অথবা, জাহাজ নির্মাণের ক্ষেত্রে কী ধরনের প্রযুক্তিগত পরিবর্তন এসেছিল

পঞ্চদশ শতক থেকে থেকে কী ধরনের উন্নত প্রযুক্তি জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহার করা হত 
পঞ্চদশ শতক থেকে থেকে কী ধরনের উন্নত প্রযুক্তি জাহাজ নির্মাণ শিল্পে ব্যবহার করা হত

পঞ্চদশ শতকে প্রযুক্তিগত ক্ষেত্রে অগ্রগতি জাহাজ নির্মাণ শিল্পে আমূল পরিবর্তন ঘটিয়েছিল, যা পরবর্তীকালে বাণিজ্য, সমুদ্রযাত্রা ও নতুন নতুন দেশ আবিষ্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে।

জাহাজ নির্মাণ শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহার

(1) উন্নত নকশা: পঞ্চদশ শতকে জাহাজের নকশায় নানারকম পরিবর্তন ঘটে। এসময় সমুদ্রযাত্রার উপযোগী ক্যারাভেল (Caravel) ও ক্যারাক (Carrack) জাহাজ নির্মিত হয়েছিল। ক্যারাভেল ছিল হালকা ও দ্রুতগামী জাহাজ, যা সমুদ্রপথে দীর্ঘসময় যাত্রা করতে পারত। অন্যদিকে ক্যারাক ছিল ৩ থেকে ৪টি মাস্তুলবিশিষ্ট বড়ো জাহাজ, যা গভীর সমুদ্রে চলাচলের পাশাপাশি প্রচুর পরিমাণ পণ্য পরিবহণেও সক্ষম ছিল।

(2) সহায়ক যন্ত্রপাতি: এই সময় দিকনির্ণয়ের জন্য বিভিন্ন নতুন যন্ত্র ব্যবহৃত হয়, যেমন- কম্পাস, যান্ত্রিক ঘড়ি, অ্যাস্ট্রোল্যাব, দূরবীক্ষণ যন্ত্র প্রভৃতি। তাছাড়া মানচিত্র অঙ্কনও ছিল এর অন্যতম সহায়ক উপাদান। এগুলি সমুদ্রের পথে অবস্থান নির্ধারণ এবং ভ্রমণের পরিকল্পনা করতে যথেষ্ট সাহায্য করত।

(3) ল্যাটিন পাল: ত্রিকোণাকৃতির ল্যাটিন পাল-এর ব্যবহার এসময় বিশেষ জনপ্রিয় হয়ে ওঠে। এইরূপ পাল জাহাজকে বাতাসের বিপরীতে চলতে সাহায্য করত। এই পালের ব্যবহারের ফলে জাহাজের গতি ও নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায়।

(4) স্টার্নপোস্ট রাডার: জাহাজে স্টার্নপোস্ট রাডার (Stempost Rudder) -এর ব্যবহার নৌ-প্রযুক্তির উন্নতি ঘটাতে বিশেষ সহায়তা করেছিল। এটি জাহাজকে নির্ভুলভাবে নিয়ন্ত্রণ করতে ও জাহাজের পরিচালন ক্ষমতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

(5) অস্ত্র সংযোজন: পঞ্চদশ শতকের জাহাজগুলি প্রতিরক্ষা ও যুদ্ধের জন্য কামান এবং আগ্নেয়াস্ত্র দ্বারা সুসজ্জিত থাকত। পরবর্তীকালে জাহাজে অত্যাধুনিক ভারী অস্ত্রশস্ত্র সংযোজন করা হয়েছিল।

(6) অন্যান্য: এ ছাড়াও জাহাজের কাঠামো তৈরিতে উন্নতমানের কাঠ ব্যবহার করা হত। পাশাপাশি কীল (Keel) ব্যবহারের মাধ্যমে জাহাজের স্থায়িত্ব ও ভারসাম্য বজায় রাখা হত।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment