ইউরোপে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতির কারণ কী ছিল

ইউরোপে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতির কারণ কী ছিল

ইউরোপে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতির কারণ কী ছিল
ইউরোপে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতির কারণ কী ছিল

ইউরোপে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতির কারণ 

ইউরোপে জাহাজ নির্মাণ প্রযুক্তির অগ্রগতি ছিল এক উল্লেখযোগ্য ঘটনা। বেশকিছু কারণে নৌশিল্পের প্রযুক্তিতে উন্নতি ঘটে। এই সকল কারণগুলি হল-

(1) সামুদ্রিক অভিযানের প্রাবল্য: পঞ্চদশ-ষোড়শ শতকে পোর্তুগাল, স্পেন, ইংল্যান্ড-সহ ইউরোপের দেশগুলিতে সামুদ্রিক অভিযানের ব্যাপক প্রয়াস দেখা যায়। এইসব অভিযানের ফলে বহু অজানা দেশ-মহাদেশ সম্পর্কে ইউরোপ অবহিত হতে পারে। এই সকল নৌ-অভিযানের সাফল্যের জন্য বিজ্ঞান ও প্রযুক্তিগত সহায়তার প্রয়োজন ছিল।

(2) বাণিজ্য ও উপনিবেশবাদ: ইউরোপে বাণিজ্য ও উপনিবেশ স্থাপনের জন্য নতুন ধরনের শক্তিশালী জাহাজের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। এই প্রয়োজন থেকেই বিভিন্ন দেশ জাহাজ নির্মাণ প্রযুক্তির অগ্রগতিতে তৎপর হয়ে ওঠে।

(3) ধারাবাহিকতা: মধ্যযুগে ইউরোপের বিভিন্ন জাহাজ, বিশেষত ভাইকিং, ইংল্যান্ড, ইটালির জাহাজগুলি বিশেষ উল্লেখযোগ্য ছিল। প্রায় প্রতিটি দেশেই জাহাজ নির্মাণের ক্ষেত্রে কিছু নিজস্ব বৈশিষ্ট্য দেখা গিয়েছিল এবং নিয়মিত প্রযুক্তিগত ক্ষেত্রে রদবদল ঘটিয়ে নৌযান নির্মাণের কৌশলে উন্নতি ঘটানো হত।

(4) আরবীয় প্রযুক্তি গ্রহণ: হালকা জাহাজ, মান্ডুলের সঙ্গে তিনকোণা পালের ব্যবহারের মতো আরবের নৌযান প্রযুক্তি ইউরোপীয়রা গ্রহণ করেছিল, যা ইউরোপের নৌশিল্পের অগ্রগতিতে বিশেষ ভূমিকা পালন করে।

(5) প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি ও সমন্বয়সাধন: পঞ্চদশ শতকে নৌযানের নকশা, জ্যামিতি এবং দিকনির্দেশনা সম্পর্কে জ্ঞান বৃদ্ধি পায়। বিশেষত, বায়ুশক্তির কার্যকারিতা বাড়ানোর জন্য উন্নত পাল ও মান্ডুলের নকশা করা হয়। পাশাপাশি ইউরোপে ব্যবহৃত ক্লিংকার ও কারভেল প্রযুক্তির সঙ্গে আরবের প্রযুক্তির সমন্বয়ও ঘটানো হয়। এতে নৌযানগুলির গুণগতমান বৃদ্ধি পায়।

(6) সামরিক প্রয়োজনীয়তা: সামরিক বাহিনীকে দক্ষ ও শক্তিশালী করে তোলার জন্যেও জাহাজ প্রযুক্তির উন্নতি ঘটানোর প্রয়োজন ছিল। তাই সরকার ও শাসকেরা উন্নত জাহাজ নির্মাণে প্রভূত অর্থ বিনিয়োগ করতেন। যেমন- ইংল্যান্ডের শাসক অষ্টম হেনরির সময়ে যুদ্ধজাহাজ নির্মাণ, জাহাজে ভারী কামান বসানোর মতো গুরুত্বপূর্ণ সংস্কারগুলি করা হয়েছিল।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment