মাইকেল রবার্টস বর্ণিত সামরিক বিপ্লবের দিকগুলি লেখো

মুদ্রণবিপ্লব যেমন ইউরোপের বৌদ্ধিক জীবনে পরিবর্তনের জোয়ার এনেছিল, ঠিক তেমনই সামরিক বিপ্লবের প্রভাব পড়েছিল ইউরোপের সমাজ ও রাজনীতির উপর। আর এই বিপ্লবের যিনি প্রথম ও পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি হলেন প্রখ্যাত ব্রিটিশ ঐতিহাসিক মাইকেল রবার্টস (Michael Roberts) I
মাইকেল রবার্টস বর্ণিত সামরিক বিপ্লবের দিকসমূহ
ব্রিটিশ ঐতিহাসিক মাইকেল রবার্টস সামরিক বিপ্লব (Revolution in Military Affairs) তত্ত্বের প্রবর্তক। তিনি ১৯৫৫ খ্রিস্টাব্দে বেলফাস্ট (Belfast)-এর কুইন্স ইউনিভার্সিটি (Queen’s University) -তে একটি বক্তৃতায় ‘দ্য মিলিটারি রেভলিউশন: ১৫৬০-১৬৬০’ (The Military Revolution: 1560-1660) শিরোনামে তাঁর এই বিষয় সংক্রান্ত গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। তাঁর ব্যাখ্যানুসারে, সামরিক বিপ্লবের মোট চারটি দিক ছিল, যথা-
(1) যুদ্ধের কৌশলগত পরিবর্তন: মাইকেল রবার্টস-এর মতে, যুদ্ধের কৌশলগত পরিবর্তন প্রয়োগের জন্য প্রয়োজন ছিল শৃঙ্খলাবদ্ধ ও সুশিক্ষিত এক বাহিনীর। ফলে, ইউরোপে ব্যক্তিগত শৌর্যের প্রতীক অশ্বারোহী বাহিনীর তুলনায় পদাতিক বাহিনীর গুরুত্ব বৃদ্ধি পায়। সম্ভবত ওলন্দাজ প্রজাতন্ত্রের বাহিনীর অধ্যক্ষ নাসাউ-এর মরিস (Maurice of Nassau) ইউরোপে একটি স্থায়ী বাহিনী (Standing Army) গড়ে তুলেছিলেন।
(2) রণকৌশলের সামগ্রিক পরিবর্তন: সামরিক বিপ্লবের অন্যতম দিক হল রণকৌশলের (Strategy) সামগ্রিক পরিবর্তন। অনেকগুলি সৈন্যবাহিনী একসঙ্গে ব্যবহার করে বৃহৎ আকারের যুদ্ধ নিয়ন্ত্রণ ও বিজয় সুনিশ্চিত করা ছিল এই রণনীতির অঙ্গ। রবার্টস মনে করেন, সুইডেনের রাজা গুস্টাভাস অ্যাডলফাস (Gustavus Adolphus) সর্বপ্রথম এই প্রয়াস নিয়েছিলেন।
(3) যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি: পঞ্চদশ-ষোড়শ শতক নাগাদ যুদ্ধের মাত্রা ব্যাপক আকার ধারণ করে। অনেক সৈন্যবাহিনী দিয়ে যুদ্ধ পরিচালনা করা হতে থাকে। ফলে কেবলমাত্র একটি সৈন্যবাহিনীর উপর নির্ভর করে যুদ্ধ করার পুরাতন ব্যবস্থার পরিবর্তন ঘটে।
(4) যুদ্ধের সামাজিক প্রভাব: যুদ্ধের ব্যাপকতা ও সৈন্যসংখ্যা বৃদ্ধির ফলে এর সামাজিক প্রভাবও গভীরতর হয়ে ওঠে। ব্যাপক ধ্বংস, সেনাবাহিনী পরিচালনা, যুদ্ধের ব্যয়ভার নির্বাহ ইত্যাদি প্রশ্নগুলি শাসক শ্রেণি ও সমাজকে দাঁড় করিয়ে দেয় এক নতুন চ্যালেঞ্জের সামনে। এইভাবেই ইউরোপে সামরিক ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতির ফলে যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছিল তার চারটি দিক সম্পর্কে মাইকেল রবার্টস ধারণা দিয়েছিলেন। সামরিক বিপ্লব সংক্রান্ত গবেষণার ক্ষেত্রে তাঁর কৃতিত্ব তাই অনস্বীকার্য।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর