ইংল্যান্ডে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতি কীভাবে ঘটে

ইংল্যান্ডে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতি কীভাবে ঘটে

ইংল্যান্ডে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতি কীভাবে ঘটে
ইংল্যান্ডে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতি কীভাবে ঘটে

ইংল্যান্ডে জাহাজ নির্মাণের ক্ষেত্রে পঞ্চদশ শতক ও তার পরবর্তী সময়ে বিশেষ অগ্রগতি পরিলক্ষিত হয়। তবে অতি প্রাচীন কাল থেকেই জলযান বা জাহাজ নির্মাণ ও ব্যবহারের সঙ্গে তারা পরিচিত। সময়ের অগ্রগতির ফলে নানা দেশি-বিদেশি প্রযুক্তির সমন্বয়ে তাদের দ্বারা নির্মিত জলযান হয়ে উঠেছিল অধিক উন্নত।

ইংল্যান্ডে জাহাজ নির্মাণ প্রযুক্তির উন্নতি

(1) সপ্তম হেনরির সময়কাল: টিউডর বংশীয় রাজা সপ্তম হেনরি এসময় বেশকিছু জাহাজ নির্মাণ করিয়েছিলেন, যার মধ্যে অন্যতম ছিল রিজেন্ট (Regent) ও সভরেন (Sovereign) নামক জাহাজ দুটি।

(2) অষ্টম হেনরির সময়কাল: সপ্তম হেনরির পুত্র অষ্টম হেনরি ইংল্যান্ডে এক দক্ষ নৌবাহিনী গড়ে তোলেন এবং নৌশিল্পে নানান উন্নতিসাধন করেন। তাঁর আমলে যুদ্ধজাহাজ নির্মাণ, জাহাজে ভারী কামান বসানো প্রভৃতি ছিল উল্লেখযোগ্য ঘটনা। তিনি টেমস নদীর উপকূলে ১৫১২ খ্রিস্টাব্দে উলউইচ বন্দর (Woolwich Dockyard) ও ১৫১৩ খ্রিস্টাব্দে ডেটফোর্ড বন্দর (Deptford Dockyard) গড়ে তোলেন। ১৫৭৭ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে রিভেঞ্জ (Revenge) নামক একটি বড়ো জাহাজ নির্মাণ করা হয়। জানা যায়, জন হকিন্স (John Hawkins) -এর পরিচালনায় ম্যাথু বেকার (Mathew Baker) এটি তৈরি করেন।

(3) জন হকিন্সের সহায়তা: সেসময় ইংল্যান্ডের নৌ-সেনাপতি ও দাস ব্যবসায়ী জন হকিন্স নৌশিল্পের উন্নতিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তিনি বিভিন্ন জাহাজের নকশা নির্মাণ, ছোটো, দ্রুতগামী এবং আক্রমণাত্মক জাহাজ তৈরি করেন। এ ছাড়া তিনি গভীর সমুদ্রে যাওয়ার জন্য বড়ো জাহাজও গড়ে তোলেন। তিনি ছিলেন রানি প্রথম এলিজাবেথের নৌবহরের একজন নৌ-সেনাপতি। তাঁর সংস্কারের দরুন ১৫৮৭ খ্রিস্টাব্দের মধ্যে রানি এলিজাবেথের নৌবহর ২৩টি যুদ্ধজাহাজ এবং ১৮টি সাহায্যকারী নৌকা (Pinnace) নিয়ে গড়ে ওঠে।

(4) অন্যান্য জাহাজ: পঞ্চদশ-ষোড়শ শতাব্দীতে ক্যারাক (Carrack) নামক একটি বৃহৎ যুদ্ধ জাহাজ ব্যবহার করা হত। আবার সপ্তদশ- অষ্টদশ শতকে ম্যান-অ’ওয়ার (Man-of-War) নামক সামরিক জাহাজ ব্যবহৃত হত। এ ছাড়া ইংল্যান্ডে গ্রেট হ্যারি (Great Harry) নামক ১০০০ টনের একটি যুদ্ধজাহাজও এসময় নির্মিত হয়। পাশাপাশি বেশকিছু জাহাজ নির্মাণ কারখানাও গড়ে ওঠে, যা নৌ-প্রযুক্তিতে ব্যাপক উন্নতি ঘটায়।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment