সমুদ্র অভিযানে স্পেনীয় উদ্যোগের কারণ কী ছিল

সমুদ্র অভিযানে স্পেনীয় উদ্যোগের কারণ কী ছিল

সমুদ্র অভিযানে স্পেনীয় উদ্যোগের কারণ কী ছিল
সমুদ্র অভিযানে স্পেনীয় উদ্যোগের কারণ কী ছিল

সমুদ্র অভিযানে স্পেনীয় উদ্যোগের কারণসমূহ

সামুদ্রিক অভিযানে স্পেনের উদ্যোগ গ্রহণের পশ্চাতে বেশকিছু কারণের উল্লেখ করা যায়-

(1) পোর্তুগালের সঙ্গে দ্বন্দ্ব: সমুদ্র অভিযানে স্পেন ও পোর্তুগাল পরস্পর পরস্পরের প্রবল প্রতিদ্বন্দ্বী শক্তি ছিল। উভয়ের মধ্যে সমুদ্রের দখলদারি নিয়ে তীব্র বিরোধ দেখা দিলে পোপ ষষ্ঠ আলেকজান্ডারের হস্তক্ষেপে এই বিরোধের নিষ্পত্তি ঘটে। তিনি এক নির্দেশনামায় স্পেনকে আটল্যান্টিক মহাসাগরের পশ্চিমদিকে নৌ-অভিযান চালানোর জন্য চিহ্নিত করে দেন। ফলস্বরূপ, স্পেন পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে ক্ষমতাবিস্তারের সুযোগ লাভ করে।

(2) সম্পদের প্রাচুর্য: স্পেন ছিল প্রাকৃতিক ও খনিজ সম্পদে ভরপুর একটি দেশ। এখানকার ভৌগোলিক পরিবেশ স্পেনবাসীকে করে তুলেছিল দুঃসাহসী। বস্তুত সম্পদের প্রাচুর্যই স্পেনীয়দের সমুদ্র অভিযানে উদ্যোগী করে তোলে।

(3) রাজন্যবর্গের সমর্থন: স্পেনের রাজন্যবর্গ বিশেষত ফার্দিনান্দ ও ইসাবেলার অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা স্পেনীয় অভিযাত্রীদের সামুদ্রিক অভিযানে তৎপর হতে বিশেষভাবে উৎসাহিত করেছিল।

(4) নাবিকদের অদম্য উৎসাহ: স্পেনের নাবিকগণ ছিলেন নৌবিদ্যায় পারদর্শী। তাদের অদম্য উৎসাহ ও দক্ষতা নৌ-অভিযানের পথকে করে তুলেছিল সহজ। এ প্রসঙ্গে ক্রিস্টোফার কলম্বাস, আমেরিগো ভেসপুচি, ফ্রান্সিসকো পিজারো প্রমুখের কথা বলা যেতে পারে।

(5) বণিক ও বণিক সংঘের পৃষ্ঠপোষকতা দান: স্পেনের নাবিকদের নৌ-অভিযানে সেখানকার বিশিষ্ট বণিক এবং তাদের সংঘ যথেষ্ট উৎসাহ জুগিয়েছিল। যেমন- ফুগার, ওয়েলসার প্রভৃতি সংস্থার কথা এক্ষেত্রে বলা যায়। এমনটাও জানা যায় যে, ১৫২৬ খ্রিস্টাব্দের পর থেকে এই বণিক সংস্থাগুলি যৌথ উদ্যোগে আটল্যান্টিক মহাসাগরে বাণিজ্যের উদ্দেশ্যে যাত্রা করত।

(6) মূল্যবান সম্পদ সংগ্রহ: মূল্যবান সম্পদ সংগ্রহের বিষয়টিও সমুদ্র অভিযানের পশ্চাতে এক বিশেষ ইন্ধন জুগিয়েছিল। ১৫২১-২৪ খ্রিস্টাব্দের মধ্যে স্পেনীয় নাবিক কোর্টেস মেক্সিকো জয় করেন। বার্নাল দিয়াজ দেল কাস্টিলো (Bernal Diaz del Castillo) তাঁর True History of the Conquest of New Spain গ্রন্থে মেক্সিকো অভিযানের যে বর্ণনা দিয়েছেন সেখানে অভিযাত্রীদের সমুদ্র অভিযানের পিছনে অন্যতম একটি কারণ হিসেবে স্বর্ণলিঙ্গার উল্লেখ মেলে।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment