সমুদ্র অভিযানে ক্রিস্টোফার কলম্বাসের কৃতিত্বের পরিচয় দাও

সমুদ্র অভিযানে ক্রিস্টোফার কলম্বাসের কৃতিত্বের পরিচয় দাও

সমুদ্র অভিযানে ক্রিস্টোফার কলম্বাসের কৃতিত্বের পরিচয় দাও
সমুদ্র অভিযানে ক্রিস্টোফার কলম্বাসের কৃতিত্বের পরিচয় দাও

সমুদ্র অভিযানে ক্রিস্টোফার কলম্বাসের কৃতিত্ব 

জেনোয়ার অধিবাসী ক্রিস্টোফার কলম্বাস (Christopher Columbus, ১৪৫১-১৫০৬ খ্রিস্টাব্দ) ছিলেন পেশায় একজন নাবিক। তিনি তাঁর কর্মজীবন শুরু করেন স্পেনের নৌবাহিনীতে। নৌ-অভিযানের প্রযুক্তি ও ভূগোল সম্পর্কে কলম্বাসের ছিল বিশেষ দক্ষতা ও আগ্রহ। পোর্তুগালরাজ দ্বিতীয় জনের (John II) অধীনে কর্মরত থাকাকালীন তিনি আটল্যান্টিকের পশ্চিমমুখে নৌ-অভিযানের প্রস্তাব দেন। কিন্তু রাজা জন তা প্রত্যাখ্যান করেন। আসলে এসময় পোর্তুগাল মূলত আফ্রিকার উপকূল ধরে দক্ষিণদিকে অভিযান চালাতে বেশি আগ্রহী থাকায় পশ্চিমদিকের অভিযান নিয়ে রাজা জন তেমন উৎসাহ প্রদর্শন করেননি। তখন এ কাজে কলম্বাসকে সাহায্য প্রদানে এগিয়ে এসেছিলেন স্পেনের রাজা ও রানি। ১৪৯২ খ্রিস্টাব্দে ইসাবেলা ও ফার্দিনান্দ গ্রানাডা জয় করে সংযুক্ত স্পেন রাজ্য গঠন করলে কলম্বাস রানি ইসাবেলার কাছে অভিযানের প্রস্তাব রাখেন। এরপর ইসাবেলা ও ফার্দিনান্দের পৃষ্ঠপোষকতায় কলম্বাস আটল্যান্টিক মহাসাগরে চারটি গুরুত্বপূর্ণ অভিযান চালান।

(1) কলম্বাসের অভিযান: স্পেনের পৃষ্ঠপোষকতায় কলম্বাস তাঁর পশ্চিমমুখী নৌযাত্রা শুরু করেন। ১৪৯২ খ্রিস্টাব্দের ৩ আগস্ট সূর্যোদয়ের আধঘণ্টা আগে সান্টা মারিয়া, পিন্টা ও নিনা নামক তিনটি জাহাজে ৮৭ জন নাবিক নিয়ে স্পেনের বিখ্যাত পালোস (Palos) বন্দর থেকে সূচনা ঘটে কলম্বাসের অভিযানের। বিপদসংকুল দীর্ঘ সমুদ্রযাত্রার পর অবশেষে তাঁরা এক নতুন ভূমি স্পর্শ করেন। তিনি এই দ্বীপের নাম দেন সান সালভাদোর (San Salvador), যা ছিল বাহামার অংশ। ১৪৯৩ খ্রিস্টাব্দের ১৫ মার্চ দেশে ফেরার পর এই কাজের জন্য তিনি অভিনন্দিত হন। কলম্বাস নিশ্চিত ছিলেন যে, তিনি এশিয়ার উপকূলের কোনও দ্বীপে পৌঁছেছেন। তাই স্পেনে প্রত্যাবর্তনের পর কলম্বাস দাবি করেন যে তিনি ইন্ডিজ আবিষ্কার করেছেন। কিন্তু আসলে এটি ছিল এক নতুন মহাদেশ; এক নতুন বিশ্ব, যা পরে আমেরিকা নামে পরিচিত হয়। পরে আরও তিনবার কলম্বাস ওই অঞ্চলে ফিরে গেলেও নিজের আবিষ্কারের গুরুত্ব বুঝতে পারেননি। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন যে, ভারত ভূখণ্ডের একটি অংশে পৌঁছেছেন ভেবে কলম্বাস এই অঞ্চলের অধিবাসীদের নাম দেন রেড ইন্ডিয়ান (Red Indian)। আমেরিকার আদি অধিবাসীরা পরিচিত এই নামেই।

(2) অন্যান্য আবিষ্কার: কলম্বাস সালভাদোর ছাড়াও কিউবার উত্তর-পূর্ব উপকূল, হিসপানিওয়ালার একাংশ (বর্তমান হাইতি), মাটো, মারিয়া প্রভৃতি আবিষ্কার করতে সক্ষম হন। দেশে ফেরার পথে তিনি অ্যাজোরেস (Azores) ও ট্যাগাস (Tagus)-এ অবস্থান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্পেন ও পোর্তুগালের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। শেষপর্যন্ত পোপ ষষ্ঠ আলেকজান্ডারের নির্দেশনামা এই সমস্যার সমাধান করে। এর পরবর্তী (চতুর্থ) অভিযানে গিয়ে কলম্বাস ওয়েস্ট ইন্ডিজের অনেকগুলি দ্বীপপুঞ্জ (যথা-ত্রিনিদাদ), কোস্টারিকা ও হন্ডুরাসের (মধ্য আমেরিকা) বিস্তীর্ণ উপকূল আবিষ্কার করেন। কিন্তু প্রাচ্যের পথের সন্ধান তিনি পাননি।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment