ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা Exclusive Answer

ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর ক্লাস 12 তৃতীয় সেমিস্টার বাংলা

ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর
ভাষাবিজ্ঞান ও তার শাখাপ্রশাখা MCQ প্রশ্ন উত্তর

১। শৈলী শব্দের অর্থ-
(ক) সৃষ্টি
(খ) রচনারীতি
(গ) কৌশল
(ঘ) ভাষা
উত্তরঃ (খ) রচনারীতি

২। শৈলীর পরিবর্তন ঘটে-
(ক) ব্যক্তিবিশেষে
(খ) ভাষাবিশেষে
(গ) স্থানবিশেষে
(ঘ) রচনাবিশেষে
উত্তরঃ (ক) ব্যক্তিবিশেষে

৩। সাহিত্যের নান্দনিক দিকটি তুলে ধরতে সাহায্য করে ভাষাবিজ্ঞানের কোন্ বিভাগ?
(ক) শৈলীবিজ্ঞান
(খ) মনোভাষাবিজ্ঞান
(গ) অভিধান বিজ্ঞান
(ঘ) স্নায়ুভাষাবিজ্ঞান
উত্তরঃ (ক) শৈলীবিজ্ঞান

৪। কোনো লেখকের লেখার শৈলী বিশ্লেষণকে কী বলা হয়?
(ক) মূল্যায়ন
(খ) ভাষামাধ্যম
(গ) শৈলীবিজ্ঞান
(ঘ) স্মৃতি
উত্তরঃ (গ) শৈলীবিজ্ঞান

৫। শৈলীবিজ্ঞানের ক্ষেত্রে কোন্ বিষয়টি মূলত বিবেচনা করা হয়?
(ক) সাহিত্যিকের বাচনভঙ্গি
(খ) সাহিত্যিকের রসবোধ
(গ) সমাজের প্রতি সাহিত্যিকের দায়িত্ববোধ
(ঘ) সাহিত্যিকের পাঠবস্তু, তার প্রয়োগরীতি ও কৌশল
উত্তরঃ (ঘ) সাহিত্যিকের পাঠবস্তু, তার প্রয়োগরীতি ও কৌশল

৬। কোনো পাঠবস্তুর গোড়ার কথাটি কী?
(ক) ভাষারীতি
(খ) লিখন প্রতিভা
(গ) সামাজিকতা
(ঘ) শৈলী
উত্তরঃ (ক) ভাষারীতি

৭। ‘চিন্তার পোশাক’ বা ‘The dress of thought’ মতবাদটির প্রবক্তা কে?
(ক) নোয়াম চমস্কি
(খ) পবিত্র সরকার
(গ) স্যামুয়েল ওয়েসলি
(ঘ) উইলিয়াম কেরি
উত্তরঃ (গ) স্যামুয়েল ওয়েসলি

৮। ‘কোনো একজন লেখক তাঁর চিন্তাভাবনাকে সাজিয়ে গুছিয়ে ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করেন-ভাষার এই বিশেষ ধরনের প্রকাশরীতিকে স্যামুয়েল ওয়েসলি কী নামে চিহ্নিত করেছেন?
(ক) ভাষাচিন্তা
(খ) চিন্তার পোশাক
(গ) চিন্তার আধার
(ঘ) চিন্তাপ্রিয়তা
উত্তরঃ (খ) চিন্তার পোশাক

৯। শৈলীবিজ্ঞানকে প্রথাগতভাবে ভাগ করা হয়-
(ক) দুই ভাগে
(খ) তিন ভাগে
(গ) চার ভাগে
(ঘ) পাঁচ ভাগে
উত্তরঃ (ক) দুই ভাগে

১০। সাহিত্যিকের কোনো একটি লেখার শৈলীর বৈশিষ্ট্যসমূহের প্রকাশ দেখা যায়-
(ক) বর্ণনামূলক শৈলীতে
(খ) উপাদানমূলক শৈলীতে
(গ) মূল্যায়নভিত্তিক শৈলীতে
(ঘ) প্রয়োগনির্ভর শৈলীতে
উত্তরঃ (গ) মূল্যায়নভিত্তিক শৈলীতে

১১। বর্ণনামূলক শৈলীর আলোচ্য বিষয়টি কী?
(ক) কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ
(খ) কোনো লেখকের লেখার সামাজিক প্রেক্ষিতের বিবরণ
(গ) কোনো লেখকের লেখার বানানবিধির বিবরণ
(ঘ) কোনো লেখকের লেখার সময়কালের বিবরণ
উত্তরঃ (ক) কোনো লেখকের লেখার শৈলীর বিবরণ

১২। কোনো বিশিষ্ট একজন সাহিত্যিকের সঙ্গে অপর কোনো একজন সাহিত্যিকের – যেমন বঙ্কিমচন্দ্রের সঙ্গে রবীন্দ্রনাথের লিখন শৈলীর পার্থক্য নির্ণয় করা যায় কীসের দ্বারা?
(ক) বহুরূপতা
(খ) মূল্যায়নভিত্তিক শৈলী
(গ) বর্ণনামূলক শৈলী
(ঘ) প্রমুখন
উত্তরঃ (খ) মূল্যায়নভিত্তিক শৈলী

১৩। কোনো একজন সাহিত্যিকেরই দুটি ভিন্ন রচনা যেমন রবীন্দ্রনাথের ‘চোখের বালি’-র সঙ্গে ‘শেষের কবিতা’ উপন্যাসের লিখন শৈলীর তফাত নির্ণয় করা যায় কোন্ শৈলীর দ্বারা-
(ক) মূল্যায়নভিত্তিক শৈলী
(খ) প্রমুখন
(গ) বর্ণনামূলক শৈলী
(ঘ) বহুরূপতা
উত্তরঃ (গ) বর্ণনামূলক শৈলী

১৪। ভাষার বিভিন্ন উপাদান ও উপাদানের পারস্পরিক সম্পর্কের জাল-বিন্যাসকে কী বলা হয়?
(ক) বহুরূপতা
(খ) পারোল
(গ) যাস্কি
(ঘ) লাঙ্
উত্তরঃ (ঘ) লাঙ্

১৫। লাঙ্ (Langue)-এর নামকরণ কে করেছিলেন?
(ক) ফেদিনাঁ দ্যা সোস্যুর
(খ) নোয়াম চমস্কি
(গ) উইলিয়াম কেরি
(ঘ) উইলিয়াম জোন্স
উত্তরঃ (ক) ফেদিনাঁ দ্যা সোস্যুর

১৬। ভাষা ব্যবহারের উপাদান নির্বাচন ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে নিজস্ব একটি বিন্যাসে স্পষ্ট ও প্রকট বাচনক্রিয়া কী নামে পরিচিত?
(ক) প্রমুখন
(খ) পারোল
(গ) বহুরূপতা
(ঘ) লাঙ্
উত্তরঃ (খ) পারোল

১৭। ‘পারোল’ তত্ত্বের প্রবক্তা হলেন-
(ক) ব্লুম ফিল্ড
(খ) পর্টার
(গ) ফেদিনাঁ দ্যা সোস্যুর
(ঘ) চমস্কি
উত্তরঃ (গ) ফেদিনাঁ দ্যা সোস্যুর

১৮। যে মুহূর্তে রচনার পরিণামী প্রতিক্রিয়া সম্বন্ধে সচেতনতা তৈরি হয়, তখনই এসে পড়ে নির্বাচনের প্রসঙ্গ, এই প্রক্রিয়াকে কী বলা হয়?
(ক) লাঙ্
(খ) আলংকারিক নির্বাচন
(গ) পারোল
(ঘ) উপরোক্ত সবকটিই
উত্তরঃ (খ) আলংকারিক নির্বাচন

১৯। আলংকারিক নির্বাচন বা ‘Rhetorical Choice’-এর প্রবক্তা কে?
(ক) নোয়াম চমস্কি
(খ) ব্লুম ফিল্ড
(গ) উইলিয়াম জোন্স
(ঘ) মিলিচ
উত্তরঃ (ঘ) মিলিচ

২০। কোন্ বিষয়গুলি লেখকভেদে বা ভিন্ন সময়ে একই লেখকের লেখায় স্বাতন্ত্র্য এনে দেয়?
(ক) ভাষিক উপাদান ব্যবহারের পৌনঃপুনিকতা
(খ) প্রয়োগ বৈশিষ্ট্য
(গ) ক্ষেত্রের পার্থক্য
(ঘ) উপরোক্ত সবকটি
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটি

২১। নামপদের সংখ্যাগত প্রাধান্য, ক্রিয়া ও ক্রিয়াবিশেষণের অনুপাত, পুনরুক্তির ব্যবহার প্রভৃতি বৈশিষ্ট্য ভাষাবিজ্ঞানের কোন্ শাখার অন্তর্গত?
(ক) শৈলীবিজ্ঞান
(খ) নৃভাষাবিজ্ঞান
(গ) স্নায়ুভাষাবিজ্ঞান
(ঘ) মনোভাষাবিজ্ঞান
উত্তরঃ (ক) শৈলীবিজ্ঞান

২২। শৈলী বিচার করার ক্ষেত্রে যে প্রকরণ (Tool)-গুলি ব্যবহৃত হয় তার ক-টি প্রকারভেদ আমরা পাই?
(ক) চারটি
(খ) পাঁচটি
(গ) ছয়টি
(ঘ) সাতটি
উত্তরঃ (খ) পাঁচটি

২৩। রচয়িতা কীসের মাধ্যমে ভাষাআদর্শের হেরফের ঘটিয়ে নিজের বক্তব্যকে স্পষ্ট করে তোলেন?
(ক) বিচ্যুতির মাধ্যমে
(খ) অন্বয়ের মাধ্যমে
(গ) ভাষাপরিকল্পনার মাধ্যমে
(ঘ) বাগার্থের মাধ্যমে
উত্তরঃ (ক) বিচ্যুতির মাধ্যমে

২৪। বিচ্যুতি বা বিসারণ হয় বাক্যের কোন্ স্তরে?
(ক) অধিগঠনে
(খ) অধোগঠনে
(গ) উপরোক্ত দুটিই
(ঘ) কোনোটিই নয়
উত্তরঃ (গ) উপরোক্ত দুটিই

২৫। কোন্ কোন্ প্রকার বিচ্যুতির সফল প্রয়োগে শৈলীর স্বাতন্ত্র্য গড়ে ওঠে?
(ক) শব্দগত বিচ্যুতি
(খ) অন্বয়গত বিচ্যুতি
(গ) ব্যাকরণগত বিচ্যুতি
(ঘ) উপরোক্ত সবকটিই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটিই

২৬। একটি ভাষারীতির মধ্যে অন্য রীতির শব্দ বা বাক্যখণ্ড ব্যবহারকে কী বলা হয়?
(ক) প্রমুখন
(খ) সংকেত বদল
(গ) বিচ্যুতি
(ঘ) বহুরূপতা
উত্তরঃ (খ) সংকেত বদল

২৭। বাংলা বলতে বলতে ইংরেজি শব্দ বা বাক্যখণ্ড ব্যবহার অর্থাৎ এক উপভাষায় কথন বা উক্তির মধ্যে অন্য উপভাষার প্রয়োগ কীসের দৃষ্টান্ত?
(ক) সমান্তরলতার
(খ) বিচ্যুতির
(গ) কোড বদলের
(ঘ) বহুরূপতার
উত্তরঃ (গ) কোড বদলের

২৮। আধুনিক শৈলীবিজ্ঞানে ‘বহুস্বরিতা’ তত্ত্বটির প্রয়োেগ প্রথম কে করেন?
(ক) ম্যাক্সওয়েল
(খ) চমস্কি
(গ) উইলিয়াম জোন্স
(ঘ) মিখাইল বাখতিন
উত্তরঃ (ঘ) মিখাইল বাখতিন

২৯। উপন্যাস বা মহাকাব্য ও অন্যান্য আখ্যানে বহু শ্রেণির বহু বিচিত্র স্বভাবের, অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ পরিবেশ থেকে আগত অনেক চরিত্রের সমাগম ঘটে এবং তাদের ভিন্ন ভিন্ন স্বর গড়ে তোলে উপন্যাস বা মহাকাব্যের কথাবিশ্ব, শৈলীবিজ্ঞানের ভাষায় একে কী বলে?
(ক) পারোল
(খ) বহুস্বরিতা
(গ) লাঙ্
(ঘ) ক্রেওল
উত্তরঃ (খ) বহুস্বরিতা

৩০। পাণিনির পূর্ববর্তী কোন ব্যক্তি বৈদিক শব্দাবলির অভিধান রচনা করেন?
(ক) অমরসিংহ
(খ) যাস্ক
(গ) পতঞ্জলি
(ঘ) ভর্তৃহরি
উত্তরঃ (খ) যাস্ক

৩১। অভিধান তৈরিতে ভাষাবিজ্ঞানের প্রয়োেগ আলোচনা করা হয়-
(ক) ঐতিহাসিক ভাষাবিজ্ঞানে
(খ) বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে
(গ) শৈলীবিজ্ঞানে
(ঘ) অভিধান বিজ্ঞানে
উত্তরঃ (ঘ) অভিধান বিজ্ঞানে

৩২। অভিধান বিজ্ঞানের পথিকৃৎ হলেন-
(ক) হরিচরণ বন্দ্যোপাধ্যায়
(খ) যাস্ক
(গ) স্যামুয়েল জনসন
(ঘ) চমস্কি
উত্তরঃ (খ) যাস্ক

৩৩। যাস্কের কোন্ রচনা থেকে অভিধান রচনার সূত্রপাত হয়েছে বলে মনে করা হয়?
(ক) নিরুক্ত শাস্ত্র
(খ) অষ্টাধ্যায়ী
(গ) অমরকোষ
(ঘ) মহাভাষ্য
উত্তরঃ (ক) নিরুক্ত শাস্ত্র

৩৪। ত্রয়োদশ শতাব্দীতে ‘অভিধান’ বোঝাতে প্রথম ‘Dictionarius’ শব্দটি কে ব্যবহার করেন?
(ক) নোয়াম চমস্কি
(খ) যাস্ক
(গ) মিখাইল বাখতিন
(ঘ) জন গারল্যান্ড
উত্তরঃ (ঘ) জন গারল্যান্ড

৩৫। ১৫৩৮ খ্রিস্টাব্দে ‘Dictionary’ শব্দটি পাওয়া যায় যাঁর ল্যাটিন-ইংরেজি অভিধানে, তিনি হলেন-
(ক) স্যামুয়েল ওয়েসলি
(খ) মিলিচ
(গ) মিখাইল বাখতিন
(ঘ) স্যার থমাস এলিয়ট
উত্তরঃ (ঘ) স্যার থমাস এলিয়ট

৩৬। অভিধানকে ভাষাবিজ্ঞানের কোন্ বিভাগরূপে অভিহিত করা যায়?
(ক) সমার্থক শব্দ বিভাগ
(খ) সংযোগমূলক বিভাগ
(গ) শব্দার্থ বিভাগ
(ঘ) বাগার্থ বিভাগ
উত্তরঃ (খ) সংযোগমূলক বিভাগ

৩৭। অভিধান ভাষার কোন্ কোন্ দিকের মধ্যে সংযোগ রক্ষা করে?
(ক) ধ্বনি ও অর্থ
(খ) শব্দের মান্য উচ্চারণ
(গ) ভাষা ও বিজ্ঞান
(ঘ) বাক্য ও বাক্যের ভাব
উত্তরঃ (ক) ধ্বনি ও অর্থ

৩৮। আধুনিককালে অভিধানে কী কী বিষয় যুক্ত হয়েছে?
(ক) শব্দের উপভাষাগত পার্থক্য
(খ) বাক্য ও বাচ্য
(গ) প্রসঙ্গ অনুসারে অর্থপার্থক্য
(ঘ) উপরোক্ত সবকটিই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটিই

৩৯। আদর্শ অভিধানে স্তর থাকে-
(ক) একটি
(খ) দুটি
(গ) তিনটি
(ঘ) চারটি
উত্তরঃ (গ) তিনটি

৪০। অভিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোন্টি?
(ক) শব্দের গঠনগত স্তরমালা
(খ) অন্বয়গত স্তর
(গ) বাগার্থগত স্তর
(ঘ) উপরোক্ত সবকটিই
উত্তরঃ (গ) বাগার্থগত স্তর

৪১। অভিধানের অতি পরিচিত প্রকার দুটি কী কী?
(ক) উচ্চারণ ও উপভাষা
(খ) প্রতিশব্দ ও ব্যুৎপত্তি
(গ) একভাষিক ও দ্বিভাষিক
(ঘ) মান্য ও আঞ্চলিক
উত্তরঃ (গ) একভাষিক ও দ্বিভাষিক

৪২। এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় যে অভিধানে, তাকে বলে-
(ক) ইতিহাসভিত্তিক অভিধান
(খ) বিষয় অভিধান
(গ) একভাষিক অভিধান
(ঘ) দ্বিভাষিক অভিধান
উত্তরঃ (গ) একভাষিক অভিধান

৪৩। যে অভিধানে এক ভাষার শব্দ, অন্য ভাষায় ব্যাখ্যা করা হয়, তাকে বলে-
(ক) একভাষিক অভিধান
(খ) দ্বিভাষিক অভিধান
(গ) ইতিহাসভিত্তিক অভিধান
(ঘ) বিষয় অভিধান
উত্তরঃ (খ) দ্বিভাষিক অভিধান

৪৪। কোন্ অভিধানে একটি শব্দের প্রাথমিক রূপ ও তার অর্থ, অর্থের রূপান্তর এবং সাম্প্রতিকতম অর্থ সম্পর্কে জানা যায়?
(ক) অর্থনীতির অভিধান
(খ) বিষয় অভিধান
(গ) ইতিহাসভিত্তিক অভিধান
(ঘ) একভাষিক অভিধান
উত্তরঃ (গ) ইতিহাসভিত্তিক অভিধান

৪৫। “The Shorter Oxford English Dictionary” হল-
(ক) অর্থনীতির অভিধান
(খ) উদ্ভিদবিদ্যার অভিধান
(গ) দ্বিভাষিক অভিধান
(ঘ) ইতিহাসভিত্তিক অভিধান
উত্তরঃ (ঘ) ইতিহাসভিত্তিক অভিধান

৪৬। কোনো বিষয়ের নির্বাচিত তথ্যসমূহ অভিধানের মতো করে সাজানো ও ব্যাখ্যা করা হয় কোন্ বিশেষ অভিধানে?
(ক) বিষয় অভিধান
(খ) একভাষিক অভিধান
(গ) দ্বিভাষিক অভিধান
(ঘ) ইতিহাসভিত্তিক অভিধান
উত্তরঃ (ক) বিষয় অভিধান

৪৭। বিষয়-অভিধানের উদাহরণ হল-
(ক) ইতিহাস অভিধান
(খ) অর্থনীতির অভিধান
(গ) উদ্ভিদবিদ্যার অভিধান
(ঘ) উপরোক্ত সবকটিই
উত্তরঃ (ঘ) উপরোক্ত সবকটিই

৪৮। অভিধান বিজ্ঞান অন্য কোন্ ফলিত ভাষাবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত?
(ক) মনোভাষাবিজ্ঞান
(খ) শৈলীবিজ্ঞান
(গ) স্নায়ুভাষাবিজ্ঞান
(ঘ) নৃভাষাবিজ্ঞান
উত্তরঃ (ঘ) নৃভাষাবিজ্ঞান

আরও পড়ুন : আদরিণী গল্পের MCQ প্রশ্ন উত্তর

আরও পড়ুন : বাঙ্গালা ভাষা প্রবন্ধের MCQ

Leave a Comment