![]() |
আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য কী? ভারতীয় দার্শনিক সম্প্রদায়গুলির কোনগুলি নাস্তিক এবং কোনগুলি আস্তিক |
কিন্তু ভারতীয় দর্শনে আস্তিক এবং নাস্তিক শব্দ দুটিকে কখনোই সাধারণ অর্থে ব্যবহার করা হয়নি। একটি বিশেষ অর্থে শব্দ দুটিকে ব্যবহার করা হয়েছে। এই বিশেষ অর্থটি হল-যাঁরা বেদের প্রামাণ্য বিশ্বাসী, তাঁরাই হলেন আস্তিক, আর যাঁরা বেদের প্রামাণ্য বিশ্বাসী নন, তাঁরাই হলেন নাস্তিক।
নাস্তিক সম্প্রদায়গুলিকে আবার চরমপন্থী ও নরমপন্থী- এই দুই ভাগে ভাগ করা যায়। চরমপন্থী নাস্তিকরূপে উল্লেখ করা যায় চার্বাক দর্শনকে এবং নরমপন্থী নাস্তিকরূপে উল্লেখ করা যায়।
ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক সম্প্রদায়
ভারতীয় দর্শনে মোট নয়টি মূল সম্প্রদায় দেখা যায়। এদের মধ্যে ছয়টি হল আস্তিক সম্প্রদায়ভুক্ত এবং তিনটি হল নাস্তিক সম্প্রদায়ভুক্ত। ছয়টি আস্তিক সম্প্রদায়ভুক্ত দর্শনকে একত্রে বলা হয় ষড়দর্শন। এগুলি হল যথাক্রমে-সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায়, বৈশেষিক এবং বেদান্ত। এরা বেদের প্রামাণ্যকে অভ্রান্ত বলে মেনে নিয়েছে। অপরদিকে, চার্বাক, বৌদ্ধ এবং জৈন-এই তিনটি সম্প্রদায় নাস্তিকরূপে স্বীকৃত। এঁরা বেদের প্রামাণ্যকে অভ্রান্ত বলে স্বীকার করেন না।