চার্বাকগণ কোন্ ধরনের সুখবাদী

চার্বাকগণ কোন্ ধরনের সুখবাদী
চার্বাকগণ কোন্ ধরনের সুখবাদী?
চার্বাকগণ যে ধরনের সুখভোগের কথা বলেন, তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, তাঁরা হলেন স্থূল সুখবাদী। কারণ, তারা শুধু ইন্দ্রিয় সুখের কথাই বলেছেন। সুখের তারতম্যের পরিপ্রেক্ষিতে উচ্চতর সূক্ষ্ম সুখের কথা তাঁরা বলেন না। তাঁরা বলেন, যতটা সম্ভব দুঃখকে পরিত্যাগ করেই সুখভোগ করা উচিত। কারণ তাঁরা বলেন, সুখভোগ না হলে জীবনের কোনো পূর্ণতা আসে না। সে কারণেই বলা যায় যে, মাছে কাঁটা আছে বলে মাছ খাবো না, পদ্মবীজে কাঁটা আছে বলে পদ্মবীজ ভোগ করব না-এমন কখনোই হতে পারে না। সুখভোগ করতে হলে তাই কিছুটা পরিমাণে দুঃখভোগ করতেই হয়। মানুষের জীবনের উদ্দেশ্য হল- এই সমস্ত দুঃখকে পরিহার করে সুখভোগ করা। অপরিহার্য দুঃখের সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি সুখভোগ করাই হল একমাত্র নৈতিকতা। এ ছাড়া নৈতিকতা বলে আর অন্য কোনো কিছুই নাই। তাঁদের মতে সুখই একমাত্র ভালো এবং তাকে লাভ করাই হল জীবনের চরম ও পরম উদ্দেশ্য।

Leave a Comment