চার্বাক অধিবিদ্যার মূল্য কী

চার্বাক অধিবিদ্যার মূল্য কী
চার্বাক অধিবিদ্যার মূল্য কী?
বস্তুর যথাযথ স্বরূপের আলোচনাই হল অধিবিদ্যার মুখ্য আলোচ্য বিষয়। বস্তুর স্বরূপ সম্পর্কে দার্শনিকদের মধ্যে মতভেদ লক্ষিত হয়। এরূপ মতভেদের পরিপ্রেক্ষিতেই দার্শনিকদের মধ্যে অধ্যাত্মবাদ (Spiritualism) এবং জড়বাদ (Materialism) নামক দুটি পরস্পরবিরোধী মতবাদ গড়ে উঠেছে। জড়বাদী চার্বাকদের জ্ঞানতত্ত্বকেই চার্বাক অধিবিদ্যারূপে উল্লেখ করা হয়। চার্বাক অধিবিদ্যা তাই একটি উল্লেখযোগ্য জড়বাদী মতবাদ। অন্যভাবে বলা যায়, চার্বাক অধিবিদ্যা তাঁদের জ্ঞানতাত্ত্বিক মতবাদ থেকেই যৌক্তিকভাবে নিঃসৃত হয়েছে।

সর্বব্যাপী চতুর্ভূতের প্রকাশ

জড়বাদ মতে, জগতের সমস্তকিছুই জড় থেকে উৎপন্ন হয়েছে। জড়বাদ অধ্যাত্মবাদের বিরোধী হওয়ায় তা আধ্যাত্মিক তত্ত্বসমূহকে অস্বীকার করে। চার্বাকগণ জড়বাদীরূপে গণ্য হওয়ায় তাঁরা বেদ, ঈশ্বর, আত্মা, স্বর্গ- নরক, পাপপুণ্য প্রভৃতি আধ্যাত্মিক তত্ত্বসমূহকে অস্বীকার করেছে। তাঁরা শুধুমাত্র ক্ষিতি, অপ্, তেজ এবং মরুৎ-এই চতুর্ভূতকে স্বীকার করেছে। তাঁরাও স্বীকার করেছে যে, এই জগতের সমস্ত কিছুই এই চতুর্ভূতের প্রকাশ।

সমালোচনা

চার্বাকগণ তাঁদের জড়বাদী তত্ত্ব প্রচার করায় অন্যান্য ভারতীয় সম্প্রদায়গুলি চার্বাকদের কঠোর সমালোচনা করেছে। তারা সকলেই চার্বাকদের অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। এ সত্ত্বেও বলা যায় যে, ভারতীয় দর্শনচর্চার ক্ষেত্রে চার্বাক অধিবিদ্যার যথেষ্ট মূল্য রয়েছে। নীচে চার্বাক অধিবিদ্যার মূল্য তথা গুরুত্বের বিষয় উল্লেখ করা হল-

  • বেদ-উপনিষদের বিরুদ্ধাচরণ: চার্বাক সম্প্রদায়ই সর্বপ্রথম বেদ ও উপনিষদের সংস্কারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং স্বাধীনভাবে মত প্রকাশে সমর্থ হয়েছে।
  • যুক্তিবাদে আস্থাস্থাপন: চার্বাক দর্শনই সর্বপ্রথম চিন্তার স্বচ্ছতা, বলিষ্ঠতা এবং যুক্তিনিষ্ঠতাকে দর্শনের ক্ষেত্রে উপস্থাপিত করেছে।
  • সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ পদ্ধতি অবলম্বন: চার্বাক সম্প্রদায়ই সূক্ষ্ম বিচার-বিশ্লেষণের মাধ্যমে একদিকে যেমন জড়বাদের ভিত্তিভূমিকে সুদৃঢ় করেছে, অপরদিকে তেমনি অধ্যাত্মবাদের ভিতটিকে নাড়িয়ে দিতে সমর্থ হয়েছে।
  • নতুন জিজ্ঞাসার উম্মোচন: চার্বাকদের সংশয়বাদী ও বিশ্লেষণী ভূমিকা দর্শনের ইতিহাসে নতুন নতুন জিজ্ঞাসার উন্মোচন করেছে। সে কারণেই চার্বাক দর্শনকে ভারতীয় দর্শনের তোরণ-দ্বার (Gateway)- রূপে গণ্য করা হয়। এখানেই চার্বাক দর্শনের মূলটি নিহিত।

Leave a Comment