চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খন্ডন MCQ

চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খন্ডন MCQ

চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খন্ডন MCQ
চার্বাক কর্তৃক অনুমান প্রমাণ খন্ডন MCQ

1. ভারতীয় দর্শনের প্রকৃতি কীরূপ?

(a) জড়বাদী

(b) আধ্যাত্মবাদী

(c) বিচারবাদী

(d) দেহাত্মবাদী দর্শন।

2. আধ্যাত্মবাদী দর্শনের বিপরীত মতবাদ কী?

(a) বিচারবাদ

(b) ঈশ্বরবাদ

(c) জড়বাদ

(d) জ্ঞানবাদ।

3. কোন্ ভারতীয় দর্শনে জড়বাদ তত্ত্ব অনুসরণ করা হয়?

(a) বৌদ্ধ দর্শনে

(b) ন্যায় দর্শনে

(c) জৈন দর্শনে

(d) চার্বাক দর্শনে।

4. চার্বাক দর্শন কোন্ সম্প্রদায়ভুক্ত?

(a) আস্তিক

(b) নাস্তিক

(c) মোক্ষবাদী

(d) আধ্যাত্মবাদী।

5. চার্বাক দর্শন একটি নাস্তিক দর্শন, কারণ তারা-

(a) ঈশ্বর মানেন না

(b) মোক্ষ মানেন না

(c) বেদ মানেন না

(d) কর্মফল মানেন না।

6. চার্বাক দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত হয়েছে?

(a) একটি

(b) দুটি

(c) তিনটি

(d) চারটি।

7. কোন্ দর্শন নাস্তিক শিরোমণি নামে পরিচিত?

(a) বৌদ্ধ দর্শন

(b) জৈন দর্শন

(c) চার্বাক দর্শন

(d) বেদান্ত।

৪. কোন্ চার্বাক সম্প্রদায়ের একমাত্র লক্ষ্য ছিল পরমত খণ্ডন?

(a) বৈতন্ডিক চার্বাক

(b) ধূর্ত চার্বাক

(c) সুশিক্ষিত চার্বাক

(d) কোনোটিই নয়।

9. ইন্দ্রিয় সুখ ভোগই একমাত্র পুরষার্থ-কোন্ শ্রেণির চার্বাক মত?

(a) আদি চার্বাক

(b) ধূর্ত চার্বাক

(c) সুশিক্ষিত চার্বাক

(d) বৈতন্ডিক চার্বাক।

10. চার্বাক দর্শন কোন্ মতবাদের প্রচারক?

(a) আত্মসুখবাদ

(b) পরসুখবাদ

(c) কার্যকারণবাদ

(d) নৈরাত্ম্যবাদ

11. অর্থ ও কাম ছাড়া ধর্ম এবং মোক্ষের অস্তিত্ব স্বীকার করেছেন চার্বাকদের কোন্ সম্প্রদায়?

(a) আদি চার্বাক

(b) ধূর্ত চার্বাক

(c) সুশিক্ষিত চার্বাক

(d) বৈতন্তিক চার্বাক।

12. প্রত্যক্ষ একমাত্র প্রমাণ-এই মতবাদটি কোন্ দর্শন সম্প্রদায়ের?

(a) নৈয়ায়িকদের

(b) বৌদ্ধদের

(c) চার্বাকদের

(d) জৈনদের।

13. প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলায়, চার্বাক দর্শন কী নামে পরিচিত?

(a) যুক্তিবাদী

(b) প্রত্যক্ষ প্রমাণবাদী

(c) মোক্ষবাদী

(d) ঈশ্বরবাদী।

14. সাধারণ মানুষের চিন্তা ও ভাবধারা চার্বাক মতবাদের মাধ্যমে ব্যক্ত হয়েছে বলে, এই দর্শন কী নামে পরিচিত হয়?

(a) লোকায়ত দর্শন

(b) বাস্তববাদী দর্শন

(c) সুখবাদী দর্শন

(d) দুঃখবাদী দর্শন

15. কোন্ দর্শনকে ‘লোকায়ত দর্শন’ বলা হয়?

(a) জৈন দর্শনকে

(b) বৌদ্ধ দর্শনকে

(c) চার্বাক দর্শনকে

(d) বেদান্ত।

16. ইন্দ্রিয় এবং বিষয়ের সংযোগে উৎপন্ন জ্ঞানকে বলা হয়-

(a) প্রত্যক্ষ জ্ঞান

(b) অনুমান জ্ঞান

(c) শব্দ জ্ঞান

(d) উপমান জ্ঞান।

17. চার্বাক মতে প্রত্যক্ষ প্রমার করণ কোন্‌ন্টি?

(a) সন্নিকর্ষ

(b) বিষয়

(c) ইন্দ্রিয়

(d) আত্মা।

18. জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াকে বলে-

(a) প্রত্যক্ষ

(b) অনুমান

(c) উপমান

(d) শব্দ।

19. অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি কী?

(a) ব্যাপ্তিজ্ঞান

(b) সাধ্যজ্ঞান

(c) পক্ষজ্ঞান

(d) হেতুজ্ঞান

20. হেতুর সঙ্গে সাধ্যের নিয়ত সংজ্ঞার সম্পর্ককে বলে-

(a) পরামর্শ

(b) পক্ষধর্মতা

(c) ব্যাপ্তি

(d) কার্যকারণ

21. অনুমান প্রক্রিয়ায় যে তিনটি বিষয় থাকে তাদের মধ্যে দুটি হল পক্ষ ও সাধ্য, অপরটি কী?

(a) ব্যাপ্তি

(b) সাদৃশ্য

(c) পরামর্শ

(d) হেতু।

22. অনুমান লব্ধ জ্ঞানকে পরোক্ষ জ্ঞান বলার কারণ কী?

(a) সরাসরি ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান

(b) প্রত্যক্ষের মাধ্যমে লাভ করা জ্ঞান

(c) শ্রবণলব্ধ জ্ঞান

(d) সাদৃশ্যের ভিত্তিতে লাভ করা জ্ঞান।

23. ‘অনুমান প্রমাণ নয়।”-একথা বলেছেন-

(a) বৌদ্ধ

(b) সাংখ্য

(c) চার্বাক

(d) ন্যায়।

24. ‘ব্যাপ্তিজ্ঞান সম্ভব নয়।”-একথা বলেছেন-

(a) ন্যায়

(b) অদ্বৈতবেদান্ত

(c) বৌদ্ধ

(d) চার্বাক।

25. কার্যকারণ সম্বন্ধ বিষয়ে চার্বাকদের সিদ্ধান্ত হল-

(a) আরম্ভবাদ

(b) সৎকার্যবাদ

(c) আকস্মিকতাবাদ

(d) অসৎকার্যবাদ

26. চার্বাকগণ শব্দ প্রমাণকে স্বীকার করে না-বিবৃতিটি

(a) সত্য

(b) মিথ্যা

(c) সংশয়াত্মক

(d) কোনোটিই নয়।

27. অনুমানাদিকে চার্বাকগণ প্রমাণ বলেছেন-

(a) সত্য

(b) মিথ্যা

(c) অনিশ্চিত

(d) সবগুলি সত্য।

28. কোন্ ভারতীয় দার্শনিক সম্প্রদায় বেদবাক্য সমূহকে অর্থহীন বলেছেন?

(a) সাংখ্য

(b) বৈশেষিক

(c) চার্বাক

(d) বৌদ্ধ।

29. চার্বাক মতে বেদ হল-

(a) ধূর্ত ব্রাহ্মণদের স্বার্থসিদ্ধির উপায়

(b) পন্ডিতদের জ্ঞানলাভের উপায়

(c) গৃহীদের নিয়মবিধির উপায়

(d) সন্ন্যাসীদের মন্ত্রবিধির উপায়।

30. চার্বাক মতে, বেদবাক্য হল-

(a) সত্য

(b) মিথ্যা

(c) সত্য ও মিথ্যা উভয়ই

(d) অলঙ্ঘনীয়।

31. ‘বৈদিক বাক্য হল প্রমাণ।’ এটি বলেন-

(a) ঈশ্বরবাদীরা

(b) নিরীশ্বরবাদীরা

(c) নাস্তিকরা

(d) আস্তিকরা।

32. চার্বাক মতে শব্দ কী?

(a) বাক্যের উপাদান

(b) আপ্তপুরুষের বাক্য

(c) আকাশের গুণ

(d) ঈশ্বরের বাণী।

33. অনুমান ও শব্দ সম্পর্কে চার্বাক সিদ্ধান্ত কী?

(a) এগুলি প্রমাণ নয়

(b) এগুলি প্রমাণ

(c) প্রমাণ সাপেক্ষ

(d) প্রমাণ নিরপেক্ষ।

34. ‘শব্দ বা আগম কোনো প্রমাণ নয়।”-এটি কাদের মত?

(a) বৈশেষিকদের

(b) বৌদ্ধদের

(c) নৈয়ায়িকদের

(d) চার্বাকদের।

35. চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন?

(a) প্রত্যক্ষ যোগ্য বলে

(b) ব্যাপ্তিনির্ভর বলে

(c) শব্দ নির্ভর বলে

(d) উপমান নির্ভর বলে।

36. কোন্ সম্প্রদায় কার্যকারণবাদকে বিশ্বাস করেন না?

(a) যোগ

(b) ন্যায়

(c) চার্বাক

(d) জৈন।

37. চার্বাক মতে ব্যাপ্তিজ্ঞান কিসের মূল ভিত্তি?

(a) প্রত্যক্ষের

(b) অনুমানের

(c) শব্দজ্ঞানের

(d) উপমানের।

38. চার্বাকগণ বলেন, ব্যাপ্তি নির্ভর অনুমান হল-

(a) সংগতিপূর্ণ

(b) অর্থপূর্ণ

(c) যথার্থ

(d) অযথার্থ।

39. চার্বাক মতে ব্যাপ্তি হল একপ্রকার-

(a) বহুমাত্রিক সম্পর্ক

(b) সার্বিক সম্পর্ক

(c) আংশিক সম্পর্ক

(d) আকস্মিক সম্পর্ক।

40. চার্বাক মতে, ব্যাপ্তি সম্পর্ক-

(a) অনুমান নির্ভর

(b) প্রত্যক্ষ নির্ভর

(c) সংবেদন নির্ভর

(d) শব্দনির্ভর।

41. চার্বাক মতে, ব্যপ্তি সম্পর্ককে স্বীকার করা-

(a) যুক্তিযুক্ত

(b) সংগতিপূর্ণ

(c) অযৌক্তিক

(d) অর্থপূর্ণ।

42. চার্বাক জ্ঞানতত্ত্বের মূল কথা কী?

(a) অনুমান প্রমাণ রূপে গণ্য

(b) প্রত্যক্ষই একমাত্র প্রমাণ

(c) অনুমান কোনো প্রমাণ নয়

(d) প্রত্যক্ষ ছাড়াও প্রমাণ আছে।

43. কীসের ভিত্তিতে জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে যাওয়া যায়?

(a) অনুমানের ভিত্তিতে

(b) প্রত্যক্ষের ভিত্তিতে

(c) ব্যাপ্তিজ্ঞানের ভিত্তিতে

(d) উপমানের ভিত্তিতে

44. চার্বাক মতে নৈতিক কার্যকারণকে বলা হয়-

(a) জন্মান্তরবাদ

(b) স্বভাববাদ

(c) যদৃচ্ছাবাদ

(d) কর্মবাদ।

45. অনুমানের প্রমাণ্য খণ্ডন করেছেন কোন্ দার্শনিক সম্প্রদায়?

(a) চার্বাক

(b) বৌদ্ধ

(c) ন্যায়

(d) বৈশেষিক।

আরও পড়ুন – দর্শন শব্দের অর্থ MCQ

Leave a Comment