চার্বাক জড়বাদ কী একটি গ্রহণযোগ্য মতবাদ

চার্বাক জড়বাদ কী একটি গ্রহণযোগ্য মতবাদ
চার্বাক জড়বাদ কী একটি গ্রহণযোগ্য মতবাদ

চার্বাক জড়বাদের গ্রহণযোগ্যতা

ভারতীয় ভাববাদী বা আস্তিক দর্শন সম্প্রদায়ের মতে, চার্বাকদের জড়বাদের পিছনে সূক্ষ্ম যুক্তিতর্কের উপস্থিতি থাকলেও, তাঁদের এরূপ মতবাদটি কখনোই সমর্থনযোগ্য নয়। এইসব সম্প্রদায়গুলি চার্বাক জড়বাদের কঠোর সমালোচনা করেছে। তাঁদের মতে, চার্বাক জড়বাদ গ্রহণযোগ্য না হওয়ার কারণ-

[1] জড়বস্তু ও চেতনার একীকরণের অসারতা: চার্বাকগণ জড়বস্তু ও চেতনাকে এক করে দেখেছেন। কিন্তু জড়বস্তু ও চেতনার মধ্যে যে পার্থক্য আছে তা অস্বীকার করা যায় না। জড়বস্তু ও চেতনার একত্রীকরণ তাই এক অসার মতবাদরূপে গণ্য।

[2] ‘স্মৃতির’ ব্যাখ্যায় অপারগতা: চার্বাকগণ চিরন্তন আত্মাকে অস্বীকার করেছেন। কিন্তু চিরন্তন আত্মাকে অস্বীকার করা হলে, স্মৃতিকে কখনোই ব্যাখ্যা করা যায় না। অথচ, স্মৃতি আমাদের জীবনে অবশ্যম্ভাবী।

[3] ঈশ্বরকে অস্বীকারের ভ্রান্তি: এই জীবজগৎ তথা ব্রহ্মাণ্ড বৈচিত্র্যপূর্ণ হলেও তাদের মধ্যে একপ্রকার সুষ্ঠু পরিকল্পনা দেখা যায়। মনে করা হয়, এই মহান পরিকল্পনার স্রষ্টা হিসেবে কেউ একজন নিশ্চয় রয়েছেন। আর এই পরিকল্পনাকারী বা স্রষ্টা হিসেবে ঈশ্বরকে অস্বীকার করার কোনো উপায়ই নেই।

Leave a Comment