চার্বাক সুখবাদের উদ্দেশ্য কী

চার্বাক সুখবাদের উদ্দেশ্য কী
চার্বাক সুখবাদের উদ্দেশ্য কী?

চার্বাক সুখবাদের উদ্দেশ্য

চার্বাকগণ যে জড়বাদী তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। তাঁরা জড়বাদী বলে দাবি করেন যে, মানুষের জীবনের উদ্দেশ্য হল সুখ লাভ করা এবং তা ভোগ করা। ভবিষ্যৎ জীবনের জন্য সুখ সঞ্চয় করা একেবারেই নিরর্থক। ভবিষ্যৎ জীবন প্রত্যক্ষযোগ্য নয় এবং সে কারণেই তার কোনো অস্তিত্বই নেই। ভবিষ্যতের সুখের আশা তাই একেবারেই মূল্যহীন। এটাই হল চার্বাক নীতিতত্ত্বের মূল কথা। সে কারণেই তাঁরা বলেন-যতদিন বাঁচো ততদিন সুখে বাঁচো। প্রয়োজন হলে তাই তাঁরা ধার করে ঘি খাওয়ার কথাও বলেন। তাঁদের মতে, জীবনকে মধুময় করে তোলার জন্য ইন্দ্রিয়লব্ধ সুখই একমাত্র কাম্য। ভবিষ্যৎ সুখের আশায় তাই বর্তমান সুখকে বিসর্জন দেওয়া একেবারেই অনুচিত।

Leave a Comment