চার্বাক সুখবাদের মাপকাঠি কী

চার্বাক সুখবাদের মাপকাঠি কী
চার্বাক সুখবাদের মাপকাঠি কী?

চার্বাক সুখবাদের মাপকাঠি

ভারতীয় দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, নাস্তিক শিরোমণি চার্বাক দর্শন হল জড়বাদী দর্শন। কারণ, তাঁরা ক্ষিতি, অপ্, তেজ এবং মরুৎ- এই চারটি জড়ভূত ছাড়া আর অন্য কোনো কিছুকেই স্বীকার করেন না। তাঁরা এগুলি ছাড়া আর অন্যান্য জাগতিক ও আধ্যাত্মিক বিষয়গুলিকে স্বীকার করেন না। এ কারণেই তাঁরা প্রত্যক্ষবাদী রূপে গণ্য। অর্থাৎ, তাঁরা একমাত্র প্রত্যক্ষকেই প্রমাণ হিসেবে স্বীকার করে নিয়েছেন এবং প্রত্যক্ষের মাপকাঠিতেই সমস্ত কিছুকে বিচার করতে চেয়েছেন। তাঁরা বলে-প্রত্যক্ষই একমাত্র প্রমাণ, অনুমানাদি প্রমাণ নয়। সুতরাং বলা যায় যে, যা কিছুই জানা বিষয় রূপে গণ্য সেগুলিকে প্রত্যক্ষিত হতে হয়। এর অর্থ হল-শুধু প্রত্যক্ষই হল জানার একমাত্র মাপকাঠি। তাই প্রত্যক্ষের মাধ্যমে যা পাওয়া যায়, তা হল সত্য, আর প্রত্যক্ষের মাধ্যমে না পাওয়া গেলে তা হল মিথ্যা।

Leave a Comment