![]() |
চার্বাক সুখবাদের মৌল ভিত্তি কী? |
চার্বাক সুখবাদের মৌল ভিত্তি
চার্বাকদের আত্মসুখবাদের মূলে রয়েছে এক মনস্তাত্ত্বিক ভিত্তি এবং তা হল সুখের অনুভূতি। কারণ, সুখের কোনো অনুভূতি যদি না থাকে, তাহলে মানুষ কখনোই সুখের অন্বেষণ করে না। এরূপ অনুভূতিতেই সুখ এক ইন্দ্রিয়গ্রাহ্য উপভোগ্য বিষয় রূপে গণ্য হয় এবং মানুষ বিভিন্ন রকম সুখ অন্বেষণ করার চেষ্টা করে। সে কারণেই বলা যায় যে, কোনো বিষয় বা বস্তু আমাদের কাছে কাম্য একারণেই যে, তা সুখ আনয়ন করতে পারে বা সুখ উৎপাদন করতে পারে। মানুষ তাই এই সমস্ত বিষয়গুলিকেই কামনা করে, কারণ এগুলির পিছনে সুখের অনুভূতি আছে এবং আমরা সেই অনুভূতি লাভ করতে চাই।