![]() |
টীকা লেখো: পোল-জার্মান অনাক্রমণ চুক্তি (১৯৩৪ খ্রি.) |
পোল-জার্মান চুক্তির প্রেক্ষাপট
ভার্সাই চুক্তি ও পোল্যান্ডের পুনর্গঠন: ভার্সাই সন্ধিতে পোজেন, পশ্চিম প্রাশিয়া, ডানজিগ বন্দর ও জার্মানির এক সংকীর্ণ ভূখণ্ড (পোলিশ করিডর) পোল্যান্ডকে দিয়ে পোল্যান্ডের পুনর্গঠন করা হয়েছিল।
চুক্তি স্বাক্ষর: পোল্যান্ড ছিল ফ্রান্সের বন্ধুদেশ ও সাম্যবাদী রুশ বিরোধী। তাই পোল্যান্ডের সঙ্গে মৈত্রী গড়ে তুলে ফ্রান্সকে মিত্রহীন করার জন্য জার্মানি পোল্যান্ডের সঙ্গে ১৯৩৪ খ্রিস্টাব্দে (জানুয়ারি) ১০ বছরের জন্য পোল-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে।
চুক্তি স্বাক্ষরের গুরুত্ব: জার্মানি ও পোল্যান্ড পারস্পরিক স্বার্থেই এই চুক্তি স্বাক্ষর করেছিল। (১) পরস্পরের বিরোধ শক্তিপূর্ণ উপায়ে মিটিয়ে নেওয়া হবে (২) জার্মানির বিরুদ্ধে ফ্রান্স-পোল্যান্ড জোট ভেঙে যায় (৩) জার্মানির কাছ থেকে অনাক্রমণের প্রতিশ্রুতি পেয়ে পোল্যান্ড ফ্রান্সের ওপর নির্ভরশীলতা ত্যাগ করে (৪) ফ্রান্সের ক্ষমতা কমে যায়।
পোল-জার্মান চুক্তি ছিল হিটলারের ‘পাশবিক কূটনীতির’ (Brutal dipolmacy) এক জ্বলন্ত দৃষ্টান্ত। হিটলার এই চুক্তির সুবাদে পোল্যান্ডের কাছে ডানডিগ ও পোলিশ করিডর দাবি করলে পোল্যান্ড হিটলারের দাবি নাকচ করে দেয়। অতঃপর হিটলার চুক্তির বিশ্বাসঘাতকতা করে ১৯৩৯ খ্রিস্টাব্দে (সেপ্টেম্বর) পোল্যান্ড আক্রমণ করেন-যার ফলশ্রুতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ।