টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো

 টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো – ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন ফ্রান্সের জাতীয় সভার (স্টেটস্ জেনারেল) প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথগ্রহণ করেছিলেন, তা ‘টেনিস কোর্টের শপথ’ নামে পরিচিত। 
 
তো চলুন আজকের মূল বিষয়  টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো পড়ে নেওয়া যাক।

 টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো

'টেনিস কোর্টের শপথ' বলতে কী বোঝো
 ‘টেনিস কোর্টের শপথ’ বলতে কী বোঝো?

 টেনিস কোর্টের শপথ

ফরাসি বিপ্লবের সূচনাপর্বের অন্যতম প্রধান ঘটনা’ ছিল ‘টেনিস কোর্টের শপথ’। ১৭৮৯ খ্রিস্টাব্দের ২০ জুন ফ্রান্সের জাতীয় সভার (স্টেটস্ জেনারেল) প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে যে শপথগ্রহণ করেছিলেন, তা ‘টেনিস কোর্টের শপথ’ নামে পরিচিত। 

পটভূমি

ফরাসি সম্রাট ষোড়শ লুই ১৭৮৯ খ্রিস্টাব্দে জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন। এই অধিবেশনে তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা শ্রেণিভিত্তিক ভোটদানের পরিবর্তে মাথাপিছু ভোটদানের অধিকার দাবি করেন। সম্রাট ষোড়শ লুই তৃতীয় শ্রেণির দাবি নাকচ করে দেন। তখন তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা মিরাব্যুৎ, লাফায়েৎ ও আবে সিয়েসের নেতৃত্বে পাশের টেনিস কোর্টের মাঠে সমবেত হয়ে শপথগ্রহণ করেন।

টেনিস কোর্টের শপথ

তৃতীয় শ্রেণির প্রতিনিধিরা টেনিস কোর্টের মাঠে শপথ নিয়েছিলেন যে- ফ্রান্সের জন্য একটি নতুন সংবিধান রচনা না করা পর্যন্ত তারা এই স্থান ত্যাগ করবে না। তাদের দাবি ছিল-

  • তৃতীয় শ্রেণির সদস্যদের মাথাপিছু ভোটের দাবি মেনে নিতে হবে, 
  • তাদের একটি নতুন সংবিধান রচনার অধিকার দিতে হবে।

টেনিস কোর্টের শপথের ফলাফল

টেনিস কোর্টের শপথের ফলে প্রথম দুই এস্টেট গুরুত্বহীন হয়ে পড়ে এবং ফরাসি জাতির নেতৃত্ব গ্রহণ করে তৃতীয় এস্টেটের প্রতিনিধিরা। তৃতীয় শ্রেণির সদস্যদের মাথাপিছু ভোট ও নতুন সংবিধান রচনার দাবি সম্রাট ষোড়শ লুই শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হন এবং ২৭ জুন পুনরায় জাতীয় সভার অধিবেশন আহ্বান করেন। ফলে ফরাসি বিপ্লবের পথ সুগম হয়। অনেক ঐতিহাসিক টেনিস কোর্টের শপথকে ফরাসি বিপ্লবের সূচনাপর্ব বলে অভিহিত করেছেন।

আপনি আমাদের একজন মূল্যবান পাঠক।  টেনিস কোর্টের শপথ বলতে কী বোঝো -এই বিষয়ে আমাদের লেখনী সম্পূর্ণ পড়ার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মতামত জানাতে ভুলবেন না।

Leave a Comment