ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত

ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত
ত্রিশক্তি মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত
১৮৭০ থেকে ১৯১৪-র মধ্যে ইউরোপে নানা পরস্পরবিরোধী শক্তিজোট গড়ে ওঠে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘ত্রিশক্তি মৈত্রী’ ও ‘ত্রিশক্তি আঁতাত’।

১৮৭১-এ জার্মান সাম্রাজ্য প্রতিষ্ঠার পরে বিসমার্ক জার্মানির সুরক্ষার জন্য ফ্রান্সকে মিত্রহীন রাখার পরিকল্পনা করেন। এজন্য তিনি ১৮৭৩ খ্রিষ্টাব্দে প্রাশিয়া, অস্ট্রিয়া-হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে তিন সম্রাটের চুক্তি সম্পাদন করেন। বার্লিন কংগ্রেসের পরে বিসমার্ক ১৮৭৯ সালে অস্ট্রিয়া-হাঙ্গেরির সঙ্গে দ্বিশক্তি চুক্তি (Dual Alliance) ও ১৮৮২-তে ইতালিকে যুক্ত করে ত্রিশক্তি চুক্তি গঠন করেন (Triple Alliance)। এই চুক্তি সত্ত্বেও বিসমার্ক রাশিয়ার সঙ্গে রিইনস্যুরান্স চুক্তির মাধ্যমে বন্ধুত্ব বজায় রেখেছিলেন। কিন্তু তাঁর ক্ষমতা থেকে অপসারিত হবার পর জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়ম ও তাঁর মন্ত্রী ও পরামর্শদাতারা এই সাবধানী নীতি থেকে সরে যান। ফলে ইউরোপে ক্রমশ একটি জার্মান-বিরোধী জোট তৈরি হয়। ১৮৯৪ সালে ফ্রান্স ও রাশিয়ার মধ্যে, ১৯০৪ সালে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে এবং ১৯০৭ সালে ইংল্যান্ড ও রাশিয়ার মধ্যে চুক্তি সম্পাদিত হয়। এগুলিকে সমষ্টিগতভাবে ত্রিশক্তি আঁতাত (Triple Entente) বলা হয়।

Leave a Comment