দর্শন শব্দের অর্থ MCQ | XI Philosophy 1st Semester WBCHSE

1. ভারতীয় মতে, ‘দর্শন’ শব্দের অর্থ হল-
(a) দেখা
(b) জ্ঞান
(c) আত্মদর্শন
(d) জ্ঞানের প্রতি অনুরাগ
2. পাশ্চাত্য মতে, ‘দর্শন’ শব্দের অর্থ হল-
(a) জ্ঞানের প্রতি অনুরাগ
(b) সত্যদর্শন
(c) অনুরাগের প্রতি জ্ঞান
(d) তত্ত্বদর্শন।
3. ভারতীয় মত অনুসারে ‘দর্শন’ বলতে বোঝায়-
(a) চাক্ষুষ প্রত্যক্ষণ
(b) তত্ত্বদর্শন
(c) জ্ঞানলাভ
(d) জ্ঞানের প্রতি অনুরাগ।
4. সংকীর্ণ অর্থে ‘দর্শন’ বলতে বোঝায়-
(a) জ্ঞান
(b) অনুরাগ
(c) সত্যদর্শন
(d) চাক্ষুষ প্রত্যক্ষণ।
5. পারিভাষিক অর্থে ‘দর্শন’ শব্দের অর্থ-
(a) চাক্ষুষ প্রত্যক্ষণ
(b) তত্ত্বদর্শন
(c) জ্ঞান অন্বেষণ
(d) এদের কোনোটিই নয়।
6. তত্ত্বদর্শন বলতে বোঝায়-
(a) সত্যের সাক্ষাৎ উপলব্ধি
(c) অতীন্দ্রিয় সত্তার জ্ঞান
(b) বাহ্যবস্তুর জ্ঞান
(d) জ্ঞানের বিকাশ।
7. দর্শন শব্দটি কোন্ ইংরেজি শব্দের প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়
(a) Psychology
(b) Sociology
(c) Philosophy
(d) Logic
8. ‘Philosophy’ শব্দটি যে দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভুত হয়েছে তা হল-
(a) Philos ও Logia
(b) Philos ও Sophia
(c) Sophia ও Logia
(d) Sophia ও Ethos
9. ‘Philos’ এবং ‘Sophia’ শব্দ দুটি হল-
(a) ল্যাটিন শব্দ
(b) রোমান শব্দ
(c) আরবি শব্দ
(d) গ্রিক শব্দ।
10. ‘Philos’ শব্দটির অর্থ হল-
(a) অনুরাগ
(b) জ্ঞান
(c) জ্ঞানের প্রতি অনুরাগ
(d) তত্ত্ব।
11. ‘Sophia’ শব্দটির অর্থ হল-
(a) বুদ্ধি
(b) জ্ঞান
(c) অনুরাগ
(d) ভালোবাসা।
12. ‘Philosophy’ শব্দটির আক্ষরিক অর্থ হল-
(a) সত্য উপলব্ধি
(b) অনুরাগের প্রতি জ্ঞান
(c) জ্ঞানের প্রতি অনুরাগ
(d) সবগুলি ঠিক।
13. সর্বপ্রথম ‘Philosopher’ আখ্যা দেওয়া হয়েছিল কোন্ ব্যক্তিকে?
(a) সক্রেটিস
(b) প্লেটো
(c) অ্যারিস্টটল
(d) পিথাগোরাস।
14. পাশ্চাত্য দর্শনের ‘আদি জননী’ বলা হয় কোন্ দেশকে?
(a) রোমকে
(b) গ্রিসকে
(c) ফ্রান্সকে
(d) ইংল্যান্ডকে।
15. দর্শনশাস্ত্রের আদি জনক বলা হয় কোন্ ব্যক্তিকে?
(a) থেলিস
(b) সক্রেটিস
(c) হিরাক্লিটাস
(d) প্লেটো।
16. ‘জল হল বিশ্বের আদি উপাদান’ বলেছেন-
(a) থেলিস
(b) অ্যারিস্টটল
(c) অ্যানাকসিমাইনস
(d) সক্রেটিস।
17. ‘অগ্নিকে জগতের আদি উপাদান’ বলেছেন কোন্ দার্শনিক?
(a) অ্যানাকসিমাইনস
(b) থেলিস
(c) হিরাক্লিটাস
(d) প্লেটো।
18. ‘বায়ু থেকে জগতের সৃষ্টি হয়েছে’ বলেছেন-
(a) সক্রেটিস
(b) হিরাক্লিটাস
(c) দেকার্ত
(d) অ্যানাকসিমাইনস
19. ‘আত্মাই পরমতত্ত্ব’ একথা বলেন-
(a) বস্তুবাদী দার্শনিকেরা
(b) ভারতীয় দার্শনিকেরা
(c) বুদ্ধিবাদী দার্শনিকেরা
(d) অভিজ্ঞতাবাদী দার্শনিকেরা।
20. ভারতীয় দর্শনের মূল উৎস হল-
(a) গীতা
(b) বেদ
(c) মহাভারত
(d) উপনিষদ।
একাদশ শ্রেণীর দর্শন প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর mcq
21. ‘বেদ’ শব্দটির অর্থ হল-
(a) পরম জ্ঞান
(b) সংশয়াত্মক জ্ঞান
(c) দেশ কালোত্তীর্ণ জ্ঞান
(d) a. এবং c. উভয় ঠিক।
22. ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটেছে যিশুখ্রিস্টের জন্মের প্রায়-
(a) দুই হাজার বছর আগে
(b) তিন হাজার বছর আগে
(c) এক হাজার বছর আগে
(d) ছয় শত বছর আগে।
23. ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হল-
(a) মহাকাব্যের যুগ
(b) বৈদিক যুগ
(c) পান্ডিত্বের যুগ
(d) সূত্র যুগ
24. মন্ত্রসাহিত্যগুলি রচিত হয়েছিল কোন্ যুগে?
(a) বৈদিক যুগে
(b) মহাকাব্যের যুগে
(c) সূত্রযুগে
(d) পান্ডিত্বের যুগে
25. রামায়ণ মহাভারত প্রভৃতি ভারতীয় মহাকাব্যগুলি সৃষ্টি হয়েছিল কোন্ সময়ে?
(a) ১৯০০ খ্রিস্টপূর্ব থেকে ৬০০ খ্রিস্টপূর্বের মধ্যে
(b) ৬০০ খ্রিস্টপূর্ব থেকে ২০০ খ্রিস্টপূর্বের মধ্যে
(c) ২০০ খ্রিস্টপূর্ব থেকে ২০০ খ্রিস্টাব্দের মধ্যে
(d) ২০০ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে।
26. বৌদ্ধ, জৈন, শৈব, বৈষুব প্রভৃতি ধর্মীয় সম্প্রদায়গুলির উদ্ভব ঘটেছিল কোন্ যুগে?
(a) সূত্রযুগে
(b) পান্ডিত্যের যুগে
(c) বৈদিক যুগে
(d) মহাকাব্যের যুগে।
27. সাংখ্য, যোগ, মীমাংসা, ন্যায়, বৈশেষিক, বেদান্ত প্রভৃতি আস্তিক দর্শন সমূহের উৎপত্তি ঘটেছিল কোন্ যুগে?
(a) বৈদিক যুগে
(b) মহাকাব্যের যুগে
(c) সূত্রযুগে
(d) পান্ডিত্যের যুগে।
28. সূত্রযুগের উৎপত্তিকাল কোন্ সময় থেকে ধরা হয়?
(a) খ্রিস্টপূর্ব ৫০০ থেকে
(b) খ্রিস্টপূর্ব ২০০ থেকে
(c) খ্রিস্টাব্দ ২০০ থেকে
(d) খ্রিস্টাব্দ ৫০০ থেকে।
29. শঙ্করাচার্য, রামানুজ, বাৎসায়ন প্রমুখের আবির্ভাব হয়েছিল কোন্ যুগে?
(a) মহাকাব্যের যুগে
(b) বৈদিক যুগে
(c) পান্ডিত্যের যুগে
(d) সূত্রযুগে।
30. ভারতীয় দর্শন হল-
(a) নির্বিচারবাদী দর্শন
(b) দুঃখবাদী দর্শন
(c) আধ্যাত্মিক দর্শন
(d) জড়বাদী দর্শন।
31. ভারতীয় দর্শনের প্রধান লক্ষ্য হল-
(a) প্রত্যক্ষ জ্ঞানলাভ
(b) সত্যের উপলব্ধি
(c) বাস্তব জ্ঞান অর্জন
(d) সন্ন্যাস গ্রহণ।
32. ‘সর্বদর্শন সংগ্রহ’ গ্রন্থটির লেখক কে?
(a) মাধবাচার্য
(b) শঙ্করাচার্য
(c) রামানুজ
(d) অন্নংভট্ট।
33. ভারতীয় দর্শন চিন্তার ক্রমবিকাশের দ্বিতীয় স্তরটি হল-
(a) পাণ্ডিত্যের যুগ
(b) মহাকাব্যের যুগ
(c) বৈদিক যুগ
(d) সূত্রযুগ।
34. ‘ভারতীয় দর্শনের সমার্থক হল হিন্দু দর্শন।’এটি হল-
(a) সত্য
(b) মিথ্যা
(c) সংশয়াত্মক
(d) অনিশ্চিত।
35. ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শেষ স্তরটি হল-
(a) বৈদিক যুগ
(b) মহাকাব্যের যুগ
(c) পান্ডিত্যের যুগ
(d) সূত্র যুগ।
আরও পড়ুন – বিড়াল প্রবন্ধের বিষয়বস্তু ও নামকরণ