![]() |
দ্বাদশ নিদান কীভাবে কার্যকারণে আবদ্ধ তা উল্লেখ করো |
দ্বাদশ নিদানের কার্যকারণে আবদ্ধতা
দ্বাদশ নিদান কার্যকরণ শৃঙ্খলের মধ্যে আবদ্ধ হয়ে মানুষকে জন্মগ্রহণ করায়, দুঃখভোগ করায়, আবার পুনর্জন্মও করায়। এভাবেই বারবার সংসারে চক্রের ন্যায় ঘোরায় বলে, একেই বলে ভবচক্র। জীব জন্মগ্রহণ করে বলেই তা থেকে জরা-মরণাদি আসে। সুতরাং, জাতি বা জন্মই হল জরা-মরণের কারণ। জন্মের কারণ হল ভব বা পুনর্বার জন্মগ্রহণের ব্যাকুলতা। এই ভব বা ব্যাকুলতার কারণ হল উপাদান বা জাগতিক বিষয়ের আসক্তি। উপাদান বা আসক্তির কারণ হল তৃয়া বা ভোগের বাসনা। ভোগের বাসনা বা তৃয়ার কারণ হল-বেদনা। বেদনার কারণ-স্পর্শ বা ইন্দ্রিয় সংযোগ। স্পর্শ বা ইন্দ্রিয় সংযোগের কারণ হল ষড়ায়তন অর্থাৎ, ছয়টি ইন্দ্রিয় সম্ভোগ। ষড়ায়তনের কারণ হল নামরূপ দেহমনের সংগঠন। নামরূপের কারণ হল বিজ্ঞান বা চেতনা। চেতনার কারণ হল সংস্কার বা অতীত জীবনে সম্পাদিত কর্মের ফল। সংস্কারের মূল কারণ হল অবিদ্যা বা চারটি আর্যসত্য সম্পর্কে অজ্ঞতা বা জ্ঞানের অভাব। অবিদ্যাই মূল কারণ, কেন-না তা অনিত্যকে নিত্য মনে করায়, ক্ষণিক সুখকে স্থায়ী মনে করায় এবং এভাবেই দুঃখ সাগরে মানুষকে নিমজ্জিত করে।