নিষ্কাম কর্মীর অধিকার কী

নিষ্কাম কর্মীর অধিকার কী
নিষ্কাম কর্মীর অধিকার কী

নিষ্কাম কর্মীর অধিকার

নিষ্কাম কর্মের ক্ষেত্রে কর্মকর্তাকে এরূপ বিষয়টিকেই মনে রাখতে হবে যে, তিনি শুধু নিরন্তর নিষ্কামভাবেই কর্ম সম্পাদন করবেন। তাঁর অধিকার শুধু কর্মে, কখনোই কর্মফলে নয়। এরূপ মানসিকতার ফলেই তার মধ্যে কর্তৃত্বাভিমান ত্যাগের বিষয়টি জাগরিত হয়। আর সমস্ত কর্মকেই ঈশ্বরের পাদপদ্মে সমর্পণ করার মানসিকতায় সমৃদ্ধ হতে হবে। কেবল কর্মের চিন্তাই নিষ্কাম কর্মীকে করতে হবে, কর্মফলের চিন্তা নয়। কর্মফলের সমস্তপ্রকার দায়দায়িত্ব হল ঈশ্বরের। নিষ্কাম কর্মের নৈতিকতায় তাই একদিকে কর্মচোদনার কথা যেমন বলা হয়েছে, অপরদিকে তেমনই কর্মফল ত্যাগের কথাও ঘোষিত হয়েছে। এরূপ বৈচিত্র্যপূর্ণ কর্মগ্রন্থনাটি আর অন্য কোনো নীতিতত্ত্বে প্রচারিত হয়নি। গীতার নিষ্কাম কর্মের নৈতিকতা তাই আজও স্বমহিমায় উজ্জ্বল এবং বিশ্বের জনমানসে আন্তরিকভাবেই বন্দিত।

Leave a Comment