![]() |
নৈতিকতা সম্পর্কে চার্বাক মত কী? |
নৈতিকতা সম্পর্কে চার্বাকদের মত
চার্বাকগণ অবশ্যই সুখের পরিমাণগত বিষয়ের উল্লেখ করলেও সুখের গুণগত বিষয়ের কথা বলেননি। সেকারণেই তাঁরা শুধুমাত্র ইন্দ্রিয় সুখের কথাই বলেছেন। তাঁরা বলেন অধিক পরিমাণে সুখভোগ করাই হল নৈতিক বিষয়, আর তা না করাই হল অনৈতিক। আবার বলা যায় যে, অধিক পরিমাণে সুখভোগের চেষ্টা না করাই হল অনৈতিক বিষয়। একইভাবে বলা যায় যে, অপরিহার্য দুঃখের পরিমাণ বৃদ্ধি করাও কোনো নৈতিক বিষয় নয়। এ হল একেবারেই অনৈতিক। সুতরাং দেখা যায় যে, সুখ-ই হল নৈতিকতার একমাত্র মাপকাঠি এবং প্রত্যেকটি মানুষেরই তা একান্তভাবে মেনে চলা উচিত। ভবিষ্যৎ জীবনে সুখের প্রত্যাশায় যাঁরা বর্তমান সুখ পরিহার করেন, তাঁরা হলেন অজ্ঞ, মূর্খ ব্যক্তি।