![]() |
বাংলা গানের ধারায় রজনীকান্ত সেনের অবদান আলোচনা করো। |
রজনীকান্ত সেন-কথা ও সুরের অদ্ভুত মেলবন্ধন
বাংলা গানে অবদান
রজনীকান্তের গানে হিন্দুস্থানি মার্গসংগীত, টপ্পা, বাউল প্রভৃতির প্রভাব লক্ষ করা যায়। রজনীকান্তের গানগুলিকে প্রধানত ভক্তিমূলক, দেশাত্মবোধক ও হাস্যরসাত্মক এই তিন ভাগে ভাগ করা হয়ে থাকে। তাঁর ভক্তি-ভাবাত্মক গানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘তুমি নির্মল কর …, ‘আমি তো তোমারে চাহিনি জীবনে’, ‘আমি অকৃতি অধম’ ইত্যাদি। তখনকার দিনে রজনীকান্তের লেখা দেশাত্মবোধক গানগুলি সর্বসাধারণের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে তাঁর ‘মায়ের দেওয়া মোটা কাপড়’ গানটি অত্যধিক জনপ্রিয়তা লাভ করায় তা লোকের মুখে মুখে ফিরত।
নিজস্বতা ও স্বাতন্ত্র্য
হাস্যরসাত্মক গান রজনীকান্তের সংগীতের আর একটি বিশিষ্টতার দিক। ‘যদি কুমড়োর মতো চালে ধরে রত পানতোয়া শত শত’ তাঁর উল্লেখযোগ্য হাসির গান। হাসির গানগুলির সঙ্গে তিনি শান্তরস মিশ্রিত করতেন, তাই দ্বিজেন্দ্র অনুসারী হয়েও দ্বিজেন্দ্রলালের সঙ্গে তাঁর গানের প্রভেদ ছিল। রজনীকান্তের ভক্তিগীতিগুলির সারল্যমন্ডিত কান্তির জন্য তাঁকে ‘কান্তকবি’ বলা হয়। তাই তাঁর গান ‘কান্তগীতি’ নামেও পরিচিত। ‘বাণী’ ও ‘কল্যাণী’ গ্রন্থে তাঁর গানগুলি সংকলিত হয়েছে। কান্তগীতির জনপ্রিয় গায়করা হলেন- কৃষ্ণা চট্টোপাধ্যায়, অনুপ ঘোষাল, নিশীথ সাধু, হেমন্ত মুখার্জী, অর্ঘ্য সেন, মান্না দে প্রমুখ।