ভারতে সুফি আন্দোলনের ব্যর্থতার কারণ কী কী তা লেখো

ভারতে সুফিবাদী আন্দোলনের ব্যর্থতার কারণসমূহ
অধ্যাপক কে এম আশরাফ (KM Ashraf) ভারতে সুফি আন্দোলনের ব্যর্থতার পশ্চাৎপটে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণের কথা বলেছেন।
(1) বাস্তব বিমুখতা: সুফিসাধকেরা ইসলামের নতুন রাজনৈতিক ও ঐতিহাসিক ক্রমবিবর্তনের প্রতি আস্থাশীল ছিলেন না। তাঁরা অধিকাংশই সুলতান তথা কায়েমি শক্তির থেকে দূরে থাকার পথ বেছে নিয়েছিলেন। এমনকি রাজকীয় টাঁকশালে তৈরি টাকাপয়সাও তাঁদের কাছে অপবিত্র ও নিষিদ্ধ ছিল। অথচ সাধারণ সমাজবদ্ধ মানুষের রুটি-রুজির সমস্যার সমাধান যে সুলতানের দ্বারস্থ না হয়ে সম্ভব ছিল না, তাঁরা সেইদিক সম্পর্কে ছিলেন নীরব।
(2) পরিবর্তনে অস্বীকৃতি: ভারতে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের পারস্পরিক আদানপ্রদানে উভয় ধর্মের মধ্যে যে পরিবর্তন এসেছিল, সুফিরা সেই পরিবর্তনকে স্বীকৃতি দেননি।
(3) দ্বন্দ্বমূলক মনোভাব: সুফিসন্তরা ইসলাম ধর্মের গোঁড়ামি বা অভিজাত শ্রেণির ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ জীবনযাত্রাকে পছন্দ না করলেও কখনও ক্ষমতাশালী শাসকগোষ্ঠী বা যারা মুসলিম সমাজকে ভুল পথে চালিত করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারেননি।
(4) মতাদর্শগত দুর্বলতা: আসলে সুফিরা কোরানের বাণী বা প্রচলিত ঐতিহ্যকে নির্দিষ্ট অর্থের সীমা ছাড়িয়ে গভীর ব্যঞ্জনায় তুলে ধরতে উৎসুক ছিলেন। ফলে গোঁড়া মুসলিমদের প্রচলিত ধর্মতত্ত্বের আক্ষরিক ভাষ্যের কাছে সুফি ধর্মমত শিথিল হয়ে পড়ে।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর