“মানুষ ছেড়ে ক্ষ্যাপারে তুই মূল হারাবি”-অংশটি তাৎপর্য লেখো

বাউল কবি লালন শাহ ফকিরের ‘লালন শাহ ফকিরের গান’ কবিতার অংশ এটি।

কবি পঙ্ক্তিটির মধ্যদিয়ে মানবতার কথা বলেছেন। বাউলরা মনে করেন পরমাত্মা ঈশ্বর, আল্লাহ, গড় বা মনের মানুষ নিরাকার এবং তাঁর অবস্থান মানব তথা জীবের হৃদয় মন্দিরে, আত্মায়। এই পরমাত্মা বা মনের মানুষের সান্নিধ্যলাভের জন্য দরকার মানবসেবা বা মানবভজনা। মানুষের সঙ্গবিচ্ছিন্ন করে, মানবসমাজ থেকে দূরে চলে গিয়ে কেবল ধর্মীয় আচার পালন করলেই পরমাত্মা বা মনের মানুষের সঙ্গে মিলন সম্ভব নয়।

Leave a Comment