যজ্ঞার্থ কর্ম কী

যজ্ঞার্থ কর্ম কী
যজ্ঞার্থ কর্ম কী

যজ্ঞার্থ কর্ম

গীতার দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে কর্মযোগ সম্পর্কে বলা হয়েছে যে, অজ্ঞান ব্যক্তি আসক্তিচিত্তে বিষয়কর্ম সম্পন্ন করে। সেকারণেই অজ্ঞান ব্যক্তিদের কৃতকর্মের ফলভোগ করতে হয়। কিন্তু জ্ঞানী তথা বিদ্বান ব্যক্তিগণ সবসময়ই অনাসক্ত চিত্তে কর্মসম্পাদন করেন। এরূপ ব্যক্তিদের কর্মকেই যোগ নামে উল্লেখ করা হয়েছে। এরূপ যোগের মাধ্যমে কৃতকর্মকেই বলা হয় যজ্ঞার্থ কম। শুধুমাত্র যজ্ঞের জন্যই এরূপ কর্ম করতে হয়, কখনোই ভোগের জন্য নয়। ভোগের জন্য যে কর্ম করা হয়-তাকে বলা হয় ভোগার্থ কর্ম। ত্যাগের জন্যই যজ্ঞ করা হয় এবং সেকারণেই তা যজ্ঞার্থ কর্ম নামে বিবেচিত। সুতরাং বলা যায়- যে কর্ম ঈশ্বরের প্রতি যজ্ঞরূপে সম্পাদন করা হয়, তাকেই বলা যজ্ঞার্থ কর্ম। যোগস্থ কুরু কর্মানি-গীতার এরূপ উপদেশ থেকেই উক্ত ভাবটি প্রকটিত হয়। এরূপ যোগস্থ কর্ম ফলাসক্তি এবং কর্তৃত্বাভিমান দূর করে, ঈশ্বরের প্রতি সমর্পিত হয়। এরূপ কর্মই হল নিষ্কাম কর্ম এবং এই ধরনের কর্ম করার উপদেশই হল গীতার মুখ্য উপদেশ।

Leave a Comment