রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি (১৯৩৯ খ্রি.)

রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি (১৯৩৯ খ্রি.)
রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি (১৯৩৯ খ্রি.)।
জার্মানি ও রাশিয়া পরস্পর বিরোধী হলেও প্রয়োজনের তাগিদে পরস্পর পরস্পরের কাছাকাছি এসেছিল। কথায় বলে, “Necessity is the mother of invention.”

প্রেক্ষাপট

ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণ নীতি জঙ্গিবাদী একনায়কতন্ত্রী দেশগুলির শক্তি বাড়ায় এবং তারা রাশিয়ার বিরুদ্ধে কমিন্টার্ন বিরোধী জোট গঠন করে। এমতাবস্থায় রাশিয়া ইঙ্গ-ফরাসি শক্তিদ্বয়ের কাছে জার্মান বিরোধী জোট গঠনের প্রস্তাব দেয়। কিন্তু ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানিকে তোষণ করতে থাকে। এতে রাশিয়া খুব ভীত হয়ে পড়ে। এদিকে জার্মানিও রাশিয়ার সঙ্গে সাময়িক মিত্রতার পক্ষপাতী ছিল। এইরূপ পরিস্থিতিতে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর: ২৩ আগস্ট ১৯৩৯ খ্রিস্টাব্দে জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেনট্রপ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এর মধ্যে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্য: 

  • হিটলার উপলব্ধি করেছিলেন তাঁর পক্ষে পূর্ব সীমান্তে রাশিয়া ও পশ্চিম সীমান্তে ইঙ্গ-ফরাসি শক্তির সঙ্গে একই সময়েই যুদ্ধ করা সম্ভব নয়, তাই রাশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে পূর্ব দিকে রাশিয়াকে নিরপেক্ষ রাখতে চেয়েছিলেন। 
  • ভবিষ্যত পোল্যান্ড আক্রমণের সময় ইঙ্গ-ফরাসি শক্তিদ্বয়ের সম্ভাব্য বিরোধিতার আশঙ্কায় হিটলার রাশিয়াকে নিরস্ত্র রাখতে চেয়েছিলেন। 
  • সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্য ছিল চুক্তির সুবাদে সামরিক দিক দিয়ে নিজেকে গুছিয়ে নেওয়া, এবং পূর্ব সীমান্তে জাপানের আক্রমণ ভীতি দূর করা।

চুক্তির শর্ত: 

  • আগামী ১০ বছর জার্মানি ও রাশিয়া কেউ কাউকে আক্রমণ করবে না, 
  • শান্তিপূর্ণ উপায়ে পারস্পরিক বিবাদ মিটিয়ে নেবে। 
  • একে অপরের শত্রুর সঙ্গে কোনোরূপ চুক্তিতে আবদ্ধ হবে না। 
  • তৃতীয় কোনো শক্তি কর্তৃক তাদের কেউ আক্রান্ত হলে, কেউই তৃতীয় পক্ষকে সাহায্য করবে না।

রুশ-জার্মান চুক্তির গুরুত্ব

  • রুশ-জার্মান অনাক্রমণ চুক্তির দ্বারা রাশিয়া বিশ্বযুদ্ধ থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয়, 
  • পূর্ব সীমান্তে রাশিয়াকে নিরপেক্ষ রেখে হিটলার সর্বশক্তি দিয়ে পশ্চিম রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েন, 
  • এই চুক্তিতে সোভিয়েত বাধা অপসারিত হওয়ায় হিটলার পূর্ব ইউরোপে তাঁর বিস্তার নীতি সফল করেন।

হিটলারের তীব্র সাম্যবাদ বিরোধিতা ইংল্যান্ড ও ফ্রান্সকে তোষণ নীতি অনুসরণ করতে প্ররোচিত করেছিল। কিন্তু হিটলার স্বয়ং রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে তাদের বোকা বানিয়ে দেন। তাই পাশ্চাত্য ঐতিহাসিকদের অনেকেই রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিকে আশ্চর্যজনক ও বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন।

Leave a Comment