‘লক্ষ করেছেন নিশ্চয়ই’- কারা, কী লক্ষ করবেন? মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে এর কারণ ও পরিণতি কী হয়, তা লেখো

যারা লক্ষ করবেন

যারা রবীন্দ্রসংগীতের শ্রোতা তাদেরই বিষয়টি লক্ষ করার কথা বলেছেন, প্রাবন্ধিক সৈয়দ মুজতবা আলী।

লক্ষ করার বিষয়

সৈয়দ মুজতবা আলী শ্রোতাদের দিকে লক্ষ করে বলেছেন যারা প্রকৃত শ্রোতা তারা রবীন্দ্রগানের তফাত ধরতে পারবে। এমন গায়ক আছেন যাদের চমৎকার সুর-তাল ও লয়ের বোধ আছে। কণ্ঠও মধুর। কিন্তু তা সত্ত্বেও গায়কের গাওয়া রবীন্দ্রনাথের গান পানসে বা ফ্ল্যাট মনে হয়।

প্রসঙ্গ

রবীন্দ্রনাথের গানের বৈচিত্র্যময়তা ও চিরন্তনত্ব সম্পর্কে আলোচনা প্রসঙ্গে লেখক এমন মন্তব্য করেছেন। রবীন্দ্রনাথের গান গাওয়ার সময় গায়কের যে বিচক্ষণতা থাকা প্রয়োজন এবং ভাব ও শব্দ উচ্চারণ নিয়ে সাবধানী হওয়া জরুরি সেই বিষয়টিই প্রাবন্ধিক লক্ষ করাতে চেয়েছেন।

কারণ ও পরিণতি

বেশিরভাগ স্থানে যারা রবীন্দ্রসংগীত গায়ক বা গায়িকা হন তাদের মধ্যে যথেষ্ট শব্দ-সম্মানবোধ নেই। তারা প্রতিটি শব্দ রসিয়ে রসিয়ে গাইছেন না। তাতে আড়ষ্টভাব লেগেই থাকে। তখন মনে হয়, নৃত্যরত নটরাজের যেন অঙ্গ আড়ষ্ট হয়ে গিয়েছে। তাই সেই গান রবীন্দ্রসংগীত হলেও রসহীন পানসে। রসহীন গান কখনোই পাঠকের মননে দাগ কাটতে পারে না। তাই রবীন্দ্রসংগীত পানসে শোনায়।

Leave a Comment